আগুনে পুড়ল চবি ছাত্রী নিগারের হাত

নিগার সুলতানা সাকি
নিগার সুলতানা সাকি  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী আগুনে পুড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত ছাত্রীর নাম নিগার সুলতানা সাকি। তিনি নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

শনিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। শনিবার রাতে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন নাট্যকলা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শারমিন ঐশ্বর্য।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং সংলগ্ন একটি ফ্লাটে থাকেন নিগার সুলতানা সাকি। সেখানে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে অসাবধানতাবসত তার হাতে আগুন লেগে যায়। ঘটনার পর ফ্লাটের অন্য সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। পরে সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে শঙ্কামুক্ত নিশ্চিত করলে পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে যান বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ