জাবির ভর্তি আবেদন নিয়ে নানা প্রশ্নোত্তর: পর্ব-০২

জাবি ক্যাম্পাস
জাবি ক্যাম্পাস   © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ১০টা থেকে এ আবেদন শুরু হয়েছে। এ আবেদন প্রক্রিয়া আগামী ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

জাবির ভর্তি আবেদনে বেশ কিছু বিষয়ে প্রশ্ন জেগেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেসব প্রশ্নের বিষয়ে জানার চেষ্টা করেছে দ্যা ডেইলি ক্যাম্পাস। গতকাল বুধবার প্রথম পর্বে জাবির ভর্তি আবেদন নিয়ে নানা প্রশ্নোত্তর-এ বেশ কিছু প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। আজ থাকছে শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের ২য় ও শেষ পর্ব।

প্রশ্ন ১: আমি ফি প্রদান করতে পারছি না। এক্ষেত্রে করণীয় কি?

উত্তর: ১৬ জুন, ২০২২ রাত ১১:৫৯ টা এর ভিতর বিকাশ/ রকেট পার্সোনাল একাউন্ট থেকে পর্যাপ্ত ব্যালেন্স রেখে ফি প্রদান করতে হবে। যদি তার পরও ফি প্রদান করা না যায়, তবে জরুরী নম্বরে যোগাযোগ করতে হবে।

প্রশ্ন ২: ফি প্রদানের সময় প্রশ্নপত্রের ভাষা নির্বাচনে ভুল করেছি। এক্ষেত্রে করণীয় কি?

উত্তর: আপনার প্রোফাইলে login করে ভাষা পরিবর্তনের জন্য ১৬ জুন, ২০২২ রাত ১১:৫৯ টা এর ভিতর আবেদন করুন। অন্যথায় জরুরী নম্বরে যোগাযোগ করতে হবে।

প্রশ্ন ৩: আবেদন ফি প্রদানের জন্য আমার পেমেন্ট একাউন্টের প্রকৃতি কেমন হতে হবে?

উত্তর: আবেদন ফি অবশ্যই পার্সোনাল একাউন্ট থেকে পরিশোধ করতে হবে। কোন রকম এজেন্ট একাউন্ট থেকে আবেদন ফি পরিশোধ করা যাবে না।

আরও পড়ুন: জাবির ভর্তি আবেদনের খুঁটিনাটি

প্রশ্ন ৪: রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া কি?

উত্তর: রকেট-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিম্নরূপ:

  1. প্রথমে স্ক্রিনে রকেট একাউন্টের নম্বর ও পিন দিন এবং ‘SUBMIT’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
  2. এরপর রকেট ঐ একাউন্ট নম্বরে এসএমএস এর মাধ্যমে একটি Security কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রিনে দিয়ে ‘GO’ বাটন ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
  3. পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি confirmation SMS পাঠানো হবে। প্রোফাইল থেকে ‘জমা রশিদ’ এ ক্লিক করে money receipt প্রয়োজনে ডাউনলোড করা যাবে। এই স্লিপটি কোনভাবেই প্রবেশপত্র নয়, শুধুমাত্র আবেদনকারীর টাকা জমাদানের রশিদ।

প্রশ্ন ৫: বিকাশ -এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া কি?

উত্তর: বিকাশ-এর মাধ্যমে টাকা জমাদানের প্রক্রিয়া নিম্নরূপ:

  1. প্রথমে স্ক্রিনে বিকাশ একাউন্টের নম্বর দিতে হবে এবং শর্তাবলিতে সম্মতি দিয়ে ‘CONFIRM’ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
  2. বিকাশ ঐ একাউন্ট নম্বরে এসএমএস এর মাধ্যমে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
  3. এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি confirmation SMS পাঠানো হবে।
  4. প্রোফাইল থেকে ‘জমা রশিদ’ এ ক্লিক করে money receipt প্রয়োজনে ডাউনলোড করা যাবে। এই স্লিপটি কোনভাবেই প্রবেশপত্র নয়, শুধুমাত্র আবেদনকারীর টাকা জমাদানের রশিদ।

প্রশ্ন ৬: একটি পার্সোনাল একাউন্ট (বিকাশ/রকেট) থেকে একাধিক ইউনিটের আবেদন ফি জমা দিতে পারবো কি না?

উত্তর: হ্যাঁ পারবেন। একই বিকাশ/রকেট একাউন্ট থেকে বিরতি (ন্যূনতম ৩ মিনিট) সাপেক্ষে একাধিক আবেদন ফি পরিশোধ করা যাবে।

প্রশ্ন ৭: একটি ইউনিটে আবেদনের সময় আমার একাউন্ট থেকে একাধিকবার টাকা কেটে নেওয়া হয়েছে। এক্ষেত্রে আমার করণীয় কি?

উত্তর: উপযুক্ত প্রমাণ (SSC/HSC Transcript, Transaction ID/Screenshot, Account Number, Contact Number) দিয়ে juniv.admsn.help@juniv.edu ইমেইলে যোগাযোগ করুন। জরুরী নম্বরে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: এক নজরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়া

প্রশ্ন ৮: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম পর্ব স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য আমি ১৬ জুন, ২০২২ রাত ১১:৫৯ টা তারিখের মধ্যে আবেদন ফি প্রদান করতে পারিনি। এই ক্ষেত্রে আমার ফি প্রদানের আর কোন সুযোগ আছে কিনা?

উত্তর: ১৬ জুন, ২০২২ রাত ১১:৫৯ টা মিনিটের পর নতুন করে আর কোন প্রোফাইল তৈরি করা যাবে না। ধন্যবাদ।

প্রশ্ন ৯: আমি ভুল ইউনিটে ফি প্রদান করে ফেলেছি । এক্ষেত্রে করণীয় কি?

উত্তর: দুঃখিত। এক ইউনিটে প্রদানকৃত ফি পরিবর্তন/ফেরতযোগ্য নয়।

প্রশ্ন ১০: আমি ভুল ছবি ও ভুল স্বাক্ষর আপলোড করে ফেলেছি, সেক্ষেত্রে আমার করণীয় কি?

উত্তর: ১৬ জুন, ২০২২ রাত ১১:৫৯ টা মিনিটের মধ্যে জরুরী যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন। সঠিক ছবি, স্বাক্ষর, SSC/HSC Transcript ও Contact Number দিয়ে juniv.admsn.help@juniv.edu ঠিকানায় ইমেইল করুন।

প্রশ্ন ১১: প্রশ্নপত্রের ভাষা ‘বাংলা’ অথবা ‘ইংরেজি’ এর অর্থ কি?

উত্তর: প্রশ্নপত্রের ভাষা ‘বাংলা’ থাকলে আপনাকে পরীক্ষার হলে যে প্রশ্নপত্রটি দেয়া হবে, তা বাংলা ভাষায় মুদ্রিত থাকবে। আর ‘ইংরেজি’ থাকলে আপনাকে পরীক্ষার হলে যে প্রশ্নপত্রটি দেয়া হবে, তা ইংরেজি ভাষায় মুদ্রিত থাকবে।

আরও পড়ুন : এক নজরে জাবির বিষয়ভিত্তিক আবেদন যোগ্যতা

প্রশ্ন ১২: ফি প্রদানের পর যদি আমি প্রশ্ন পত্রের ভাষা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কি?

উত্তর: আবেদনকারী যে মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করেছেন, শুধুমাত্র সেই মোবাইল নম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে Login করে প্রশ্ন ‘সহায়তা কেন্দ্র’ বাটনে ক্লিক করে প্রশ্নপত্রের ভাষা পরিবর্তনের আবেদন করুন।

প্রশ্ন ১৩: প্রবেশপত্র ডাউনলোড করতে পারছি না। এক্ষেত্রে করণীয় কি ?

উত্তর: ২৩ জুন, ২০২২ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

প্রশ্ন ১৪: আমি কবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো?

উত্তর: ২৩ জুন, ২০২২ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন : ৬০০ টাকার ফি বেড়ে ৯০০, মন্তব্য করতে নারাজ উপাচার্য

প্রশ্ন ১৫: আমি একটি ইউনিটের জন্য নির্ধারিত আবেদন ফি আংশিকভাবে প্রদান করতে পারবো কি না?

উত্তর: না। যে কোন ইউনিটে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত আবেদন ফি একবারে পরিশোধ করতে হবে। কোন আংশিক পরিশোধ গ্রহণযোগ্য নয়। একাউন্টের ধরন: শুধুমাত্র পার্সোনাল একাউন্ট।

প্রশ্ন ১৬: একাধিক ইউনিটে আবেদনের জন্য কি একাধিক প্রোফাইল তৈরি করতে হবে?

উত্তর: না। একাধিক ইউনিটে আবেদনের জন্য একটি প্রোফাইলই যথেষ্ট।

প্রশ্ন ১৭: আমি কোটায় আবেদন করতে চাই, কিন্তু পারছি না কেন?

উত্তর: ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে পাসমার্ক পেলেই কেবল কোটায় আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া পরবর্তীতে জানানো হবে।


সর্বশেষ সংবাদ