এটা অনাকাঙ্খিত, ঢাবি ছেড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রসঙ্গে ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২২, ০৭:৪৬ PM , আপডেট: ২০ মার্চ ২০২২, ০৮:৩৯ PM
সম্প্রতি গেস্টরুম ও গণরুমের সঙ্গে ‘মানিয়ে নিতে না পেরে’ মোহাম্মদ আলী রানা নামে এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। তিনি স্যার এফ রহমান হলের ১০৮ নম্বর কক্ষে থাকতেন। ঢাবিতে ভর্তি হয়েও বাতিল করার এ ঘটনাটি ‘অনাকাঙ্খিত’ বলে উল্লেখ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ইতিহাস বিভাগে ভর্তি হয়েছিলেন মোহাম্মদ আলী রানা। বর্তমানে রানা সিরাজগঞ্জ সরকারি কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করছেন। এই কলেজ থেকেই তিনি এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিলের বিষয়টি রানা নিজেই নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ঢাবির রোকেয়া হলে দুই ছাত্রীকে রাতভর নির্যাতন
রানা বলেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে ভর্তি বাতিল করেছি। এখন সিরাজগঞ্জ চলে এসেছি। টিউশনি করাবো আর পড়াশোনা করবো। এর বেশি কিছু বলতে চাই না।
নাম প্রকাশ না করার শর্তে প্রথম বর্ষের একাধিক শিক্ষার্থী জানান, হলে প্রায় রাতেই তাদের গেস্টরুম করানো হয়। বড় ভাইরা গেস্টরুমে ‘ম্যানার’ শেখান। প্রোগ্রামে না গেলে কৈফিয়ত জানতে চান। এসময় অনেককেই তারা গালমন্দ করেন, মারধর করেন। এসব দেখে বিমর্ষ হয়ে পড়েন রানা। সেই সঙ্গে গণরুমে গাদাগাদি করে অনেকজনকে থাকতে হতো। এটাও তার ভালো লাগতো না।
রানার ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার বিষয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘গেস্টরুম-গণরুমে নির্যাতনের ভয়, ঢাবি ছেড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এছাড়া এ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলেও আলোচনা-সমালোচনা দেখা গেছে।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া সৌভাগ্যের। এখানে মেধাবীরাও ভর্তির সুযোগ পেয়ে থাকেন। কোনো শিক্ষার্থী এরকম একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আবার ভর্তি বাতিল করবে এটা অনাকাঙ্খিত।
আরও পড়ুন: ঢাবির হলে হলে ছাত্রলীগের টর্চার রুম
আরও পড়ুন: প্রতিদিন চলে গেস্টরুমের নির্যাতন, ভয়ে মুখ খোলেন না ভুক্তভোগীরা
তিনি বলেন, যে শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে তার যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সে সংশ্লিষ্ট হল প্রশাসনকে জানাতে পারতো। সেখানে যদি অপ্রিতিকর কোনো ঘটনা ঘটে থাকে তাহলে হল প্রশাসন সেটা দেখতো। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হতো।
বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের যে কক্ষে মোহাম্মদ আলী রানা থাকতেন কক্ষটি ছাত্রলীগের উত্তরবঙ্গ গ্রুপ নিয়ন্ত্রণ করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী তারা। সাদ্দাম নিজেও এই হলের শিক্ষার্থী।
ঢাবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবুও ওই শিক্ষার্থী যেহেতু চলেই গেছে, আমরা তার মতের স্বাধীনতাকে সম্মান করি। সে কোথায় পড়বে, এটা তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা।