ক্যাম্পাস জীবনের প্রথম দিনে ক্লাস বঞ্চিত জাবির নবীন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

শিক্ষাজীবনে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পা রাখা ঘিরে একজন শিক্ষার্থীর জীবনে থাকে আবেগ-উৎসাহ আর উদ্দীপনা। বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম আবেগজড়িত এ দিনটির জন্য অপেক্ষার প্রহর গুণছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া হাজারো শিক্ষার্থী। সে অপেক্ষার প্রহর কারো কারো জন্য শেষ হলেও কারো জন্য তা অপেক্ষাই রয়ে গেছে।

বুধবার (৯ মার্চ) জাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা থাকলেও তা থেকে বঞ্চিত হয়েছেন ৩ টি বিভাগের শিক্ষার্থীরা। বিভাগ ৩টি হলো- পরিবেশ বিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ।

এ নিয়ে হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেছেন বিভাগগুলোর নবাগত শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক সমাজবিজ্ঞান অনুষদের একজন শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস সবাই অনেক আবেগ এবং আশা নিয়ে করতে চায়। আমিও তার বাইরে নই৷ কিন্তু একদিকে অনলাইনে ক্লাস হবে যেখানে আমার অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সশরীরে ক্লাস শুরু করেছে অন্যদিকে আজ শুরুর দিনে সেটিও হলো না। এ নিয়ে আমার বন্ধুরা খুবই হতাশ ও মর্মাহত।’

আরও পড়ুন: ঢাবি ছাত্রকে মারধর, টাকা দিয়ে আপস করলো নগর পরিবহন

বিষয়টিকে প্রশাসনের গাফিলতি বলেছেন, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন। তিনি বলেন, এটা গাফিলতির ফল। এক বিভাগ ক্লাস নিতে পারলে অন্য বিভাগ পারবে না এটা অবশ্যই অব্যবস্থাপনা ও গাফিলতির ফল। শুরুর দিনে ক্লাস করতে না পারা নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা দেবে।

এ বিষয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি, অধ্যাপক এএইচএম সা’দত বলেন, ‘আজ ওরিয়েন্টেশন ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ইন্সটিউশনাল ইমেইলের কারণে সেটা সম্ভব হয়নি। আমরা তালিকা এবং শিক্ষার্থীদের ফোন নাম্বার পেয়েছিলাম কিন্তু সেটা ছিল অসম্পূর্ণ। আজ সারাদিন আমাদের বিভাগের শিক্ষকরা সেটা নিয়ে কাজ করেছেন। যে কমিউনিকেশন গ্যাপ ছিল সেটা পূরণ করতে সক্ষম হয়েছি। আগামীকাল আমরা বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস নিতে পারব বলে আশাবাদী।’

ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ডেপটি রেজিস্ট্রার, আবু হাসান বলেন, ‘আমি যতদূর জানি সব বিভাগেই আজ অনলাইনে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। যদি কোনো বিভাগ সেটা না করে থাকে তবে সেটা আসলে আমার জানা নেই।’

আরও পড়ুন: টাকার বিনিময়ে হলের সিট বিক্রি রাবি ছাত্রলীগের, কথোপকথন ফাঁস

জাবি ছাত্র ইউনিয়নের শাখা সভাপতি রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় যেহেতু অনলাইনেই ক্লাস শুরু করেছে প্রশাসনের উচিত ছিল সব শিক্ষার্থীর কাছে যোগাযোগ নিশ্চিত করা। প্রশাসন যেহেতু এটা পারে নাই সেক্ষেত্রে আমি বলব এটা প্রশাসনের ভয়াবহ ব্যর্থতা। যে করোনা বা আবাসন সংকটের কথা বলে কতৃপক্ষ প্রথম বর্ষের ক্লাস অফ লাইনে বন্ধ রাখল সেটার আসলে কোনো যৌক্তিকতা নেই। ’

রনি আরো বলেন, ‘দেশের কোথাও করোনা নিয়ে কোনো রকম বিধিনিষেধ নেই। আক্রান্তের হার খুবই নগন্য সব কিছুই ঠিক ঠাক চলতেছে। কাজেই করোনা কোনো ভ্যালিড কারণ না। বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস প্রথম দিন এক অন্য রকম অনুভূতি থাকে সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো এটা সত্যি নবীন শিক্ষার্থীদের সাথে প্রশাসনের প্রহসন।’

জাবি উপাচার্যের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে থাকায় কথা বলতে পারবেন না বলে জানান।


সর্বশেষ সংবাদ