চবি আবৃত্তি মঞ্চ: নিবন্ধন ১০ মার্চ পর্যন্ত

‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি’
‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি’   © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি’ শীর্ষক কর্মশালা আগামী ১৩ মার্চ (রোববার) থেকে শুরু হবে।

তিন মাস মেয়াদী এ কর্মশালার ২৪তম আবর্তনের নিবন্ধন ইতোমধ্যেই শুরু হয়েছে, যা ১০ মার্চ পর্যন্ত চলবে।

এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বরেণ্য আবৃত্তি ও বেতার শিল্পী এবং টেলিভিশনের উপস্থাপকগণ প্রশিক্ষণ দেবেন।

আরও পড়ুন: ৫ মাসে ঢাবির হলে ছাত্রলীগের নির্যাতনের শিকার দেড় ডজন শিক্ষার্থী

কর্মশালায় উচ্চারণ, একক ও দ্বৈত আবৃত্তি নির্মাণ, বৃন্দ আবৃত্তি নির্মাণ, বেতার ও টিভি উপস্থাপনা, মঞ্চ উপস্থাপনা ও মাইক্রোফোনের ব্যবহার, গণ বক্তৃতা ও কথাশৈলী, ব্যায়াম, স্বরসাধন ও স্বর প্রক্ষেপণ, সংবাদ পাঠ ও গণমাধ্যম পরিচিতি, ছন্দ জ্ঞান প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

চবি আবৃত্তি মঞ্চের সভাপতি সোহান আল মাফি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আঞ্চলিকতা বাংলা ভাষার সৌন্দর্য। তবে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ একজন নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। তাই আঞ্চলিকতা পরিহার করে শুদ্ধ উচ্চারণ শিখতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় সীমিত আসন রাখা হয়েছে, যাতে ভালো করে শেখাতে পারি।

উল্লেখ্য, ২০০০ সালের ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ প্রতিষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ