ঢাবির ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ২২ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাবির করোনা পরীক্ষা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, গত মঙ্গলবার পর্যন্ত আমাদের ৩৬ জন শিক্ষার্থী করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তাদের মধ্যে ২২ জনের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

আরও পড়ুন: হল বন্ধ করা সমাধান নয়: ঢাবি ভিসি

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বগামীতার মধ্যেও এখনই আবাসিক হল কিংবা ক্যাম্পাস বন্ধ করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হল বন্ধ না করে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার দিকে বেশি জোর দিচ্ছে কর্তৃপক্ষ।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তবে সেজন্য হল বন্ধ করে দিয়ে, শিক্ষার্থীদের হল থেকে বের করে দেয়ার মধ্যে ভালো কোনো সুরাহা আমি দেখছি না। এর চেয়ে ছেলে-মেয়েদের স্বাস্থ্যবিধি অনুসরণ করার ক্ষেত্রে আমি অধিক গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আমরা একটি পরিবারের মতো। আমাদের কোনো শিক্ষার্থী অসুস্থ হলে আমাদের শিক্ষার্থীরা তাদের সেবা করছে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে এই মানবিক গুন খুব প্রকট।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার কোনো সিলেবাস নেই: ঢাবি ভিসি

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমাদের কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে তাকে আমরা বলতে পারি না যে তুমি হল থেকে চলে যাও। শিক্ষার্থীরা বাড়িতে গেলেও করোনায় আক্রান্ত হতে পারে। এটিও তাদের বাড়ির মতোই। সেজন্য হল বন্ধ করা কোনো সমাধান হতে পারে না। এর পরিবর্তে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলুক সেটিই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, করোনার মধ্যে আমাদের বিভাগগুলোকে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে আর ৬০ শতাংশ ক্লাস সশরীরে নেয়ার নির্দেশনা দেয়া আছে। এছাড়া কোনো বিভাগ চাইলে পুরোপুরি অনলাইনে ক্লাস নিতে পারে। সেটিও বিভাগগুলোকে বলা আছে। এই মুহূর্তে হল বন্ধের চেয়ে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণের দিকেই বেশি জোর দিচ্ছি।


সর্বশেষ সংবাদ