জাবিতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১২:১০ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫১ PM

স্নাতক ভর্তি পরীক্ষার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)। প্রথম মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৪২৬ জন, ‘বি’ ইউনিটে ৩২৬ জন, ‘সি’ ইউনিটে ৩১০ জন শিক্ষার্থীর ‘ই’ ইউনিটে ২০০ জন এবং ‘আইবিএ-জেইউ’ ৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ এবং ‘আইবিএ-জেইউ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের পাসের হার ৪৪ দশমিক ২২ শতাংশ। ছাত্রীদের প্রথম শিফটে ৪২ দশমিক ২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫ দশমিক ৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮ দশমিক ৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫ দশমিক ৫০ শতাংশ পাস করেছে। এবার ছাত্রীদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৯ হাজার ৯৬৮ জন। পাস করেছেন ১৭ হাজার ৬৬৪ জন।
অন্যদিকে ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৭০ শতাংশ। ছাত্রদের প্রথম শিফটে পাসের হার ৩৮ দশমিক ০২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭ দশমিক ৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩ দশমিক ৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮ দশমিক ২৩ শতাংশ। এবার ছাত্রদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৬৪৯ জন। পাস করেছেন ১৪ হাজার ৪ জন।
ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ছাত্রদের পাসের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্রীদের ২৩ দশমিক ৬৬ শতাংশ। ছাত্রদের শিফটে জিপিএসহ সর্বোচ্চ নম্বর ৭২ দশমিক ৮০ এবং ছাত্রীদের জিপিএসহ ৭৪ দশমিক ৫৮। এ বছর ছাত্রদের মোট আবেদন সংখ্যা ২৮৩৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১২২ জন। ছাত্রীদেরদের মোট আবেদন সংখ্যা ১ হাজার ৮৫৪টি এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ হাজার ২৮৫ জন। ছেলে-মেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার।
মেরিট লিস্ট দেখতে ক্লিক করুন