চবি শিক্ষার্থীদের ডোপ টেস্টের ফলাফল হস্তান্তর

চবি উপাচার্যের কাছে ডোপ টেস্টের ফলাফল হস্তান্তর করা হয় 
চবি উপাচার্যের কাছে ডোপ টেস্টের ফলাফল হস্তান্তর করা হয়   © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের ফলাফল হস্তান্তর করেছে ডোপ টেস্ট কমিটি। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে ফলাফল হস্তান্তর করেছে ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. আতিয়ার রহমান, শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী, শাহ্ আমানত হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, মাস্টার দা সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা ও মেডিকেলের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

আরও পড়ুন: জুলাইয়ে ছাত্রদের উপর হামলাকারী কর্মকর্তা গ্রেফতার, ব্যবস্থা নেয়নি ঢাবি প্রশাসন

চবি উপাচার্য বলেন, ‘ডোপ টেস্টের ফলাফলে কারও ব্যাপারে শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যবস্থা নেওয়া হবে না। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের সংশোধন করা, শাস্তি দেওয়া নয়। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের অভিভাবকসহ বিভিন্ন মহলে এ কাজের পজেটিভ সাড়া পেয়েছি। শুধু ডিগ্রির পেছনে ছুটলেই হবে না, সুস্থ মানসিকতা থাকতে হবে। একজন ড্রাগ অ্যাডিক্টেড শিক্ষার্থী সুস্থ থাকতে পারে না। এ জন্য আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছি।’

অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘আমাদের যেসব শিক্ষার্থী এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাদের ধন্যবাদ জানেই। তাদের পরিশ্রম ও সাধনার ফলে এ কাজের সফলতা এসেছে। কিছু শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ডোপ টেস্ট করেনি। আমরা পরবর্তী সময়ে তাদের এ প্রক্রিয়ার আওতায় নিয়ে আসব। এ ছাড়া ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের সবাইকে এর আওতায় আনা হবে।‘

তিনি আরও বলেন,  ‘যদি কোনো শিক্ষার্থীর পজিটিভ রিপোর্ট আসে, তাহলে তার সিট বাতিল হবে। তবে এটায় শেষ কথা নয়, তারা যেহেতু আমাদের শিক্ষার্থী, তাই আমরা তাদের কাউন্সেলিংয়ের মধ্যে নিয়ে আসব।’

আরও পড়ুন: জাবিতে মাদক সেবনকালে ঢাবি-জাবি শিক্ষার্থীসহ আটক ৯

অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘ডোপ টেস্টের প্রাথমিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে। যাদের রেজাল্ট পজিটিভ এসেছে, তাদের আলাদা একটা ফাইল করা হয়েছে। তবে এটা আমরা প্রকাশ করছি না। আমরা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আবার এগুলো নিয়ে কাজ করব। দেখব তাদের মেডিকেল কোনো নেসেসিটি আছে কি না। অনেক সময় কিছু মেডিসিনের কারণে টেস্ট পজিটিভ হতে পারে। অর্থাৎ শতভাগ নিশ্চিত হয়েই আমরা একজন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা বেব। আমরা কাউকে হেয় করতে চাই না।’

গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়।


সর্বশেষ সংবাদ