চবি স্টেশনে শিক্ষার্থীদের দোকান পুড়ে ছাই
- চবি প্রদায়ক
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০২:১০ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ০২:১০ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশনে ‘নোঙর’ ও ‘স্ট্যাশন জ্যাম’ নামের দুটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন আশপাশের লোকজন। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের রেফ্রিজারেটর থেকে আগুনের উৎপত্তি। তবে ভিন্ন মত শিক্ষার্থীদের। তারা বলছে বিষয়টি পরিকল্পিত।
জানা যায়, দোকান দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। বেশ কিছুদিন ধরে নোঙর নামক দোকানটি বন্ধ ছিল। মালিকানা পরিবর্তনের মধ্যে দিয়ে আজ থেকে আবারও চালু হওয়ার কথা ছিল। চালুর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানেই দোকানটিতে আগুন লাগে।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
এ বিষয়ে নোঙরের মালিক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অক্টোবর ২০তারিখ দোকানটি আমি ও আমার বান্ধুবী সমাজ বিজ্ঞান বিভাগের ২২-২৩ বর্ষের খাদিজা মিলে ভাড়া নেয়। পরীক্ষার কারণে এতদিন আমরা তা চালু করতে পারিনি। যখন শুরু করবো তার মধ্যে সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমি এই দোকানের পেছনে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা খরচ করেছি।’
বিষয়টিকে রহস্যজনক বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, ছাত্রদের দ্বারা পরিচালিত ব্যবসা অনেকেই পছন্দ করে না। বিষয়টি পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা দরকার।