ককটেল ফাটানোর ঘটনায় ছাত্রদল জড়িত নয়: নাছির
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ AM
পদবঞ্চিত নেতা-কর্মীদের সাংগঠনিক নিয়মের বাইরে গিয়ে আন্দোলনকে কাজে লাগিয়ে একদল অপতৎপরতাকারী ককটেল ফাটিয়ে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করা হয়েছে নাছির উদ্দীন নাছির। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ কথা বলেন তিনি। এ সময় তিনি নেতা-কর্মীদেরকে সাংগঠনিক নিয়মের মধ্যে থাকার নির্দেশনা দেন।
জানা গেছে, ছাত্রদলের কমিটিতে পদ না পাওয়ায় ইতোমধ্যে তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির পদপ্রত্যাশী নেতা-কর্মীরা। এমনকি কলেজের সামনে আগুন জ্বালিয়েও তাদের প্রতিবাদ সমাবেশ করতে দেখা গেছে।
ছাত্রদলের এসব কর্মসূচির পরপরই ঢাকা কলেজের সামনে, তিতুমীর কলেজসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দায় ছাত্রদলের ওপরে বর্তালেও দায় স্বীকার করতে রাজি নন সংগঠনের নেতা-কর্মীরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ছাত্রদলের পদ না পাওয়া নেতা-কর্মীরা দলের প্রয়োজনে সবসময়ই অবদান রেখেছেন। আন্দোলনেও ভূমিকা রেখেছেন। কিন্তু পদ না পেয়ে তারা যেটা করেছেন, সেটা সাংগঠনিক নিয়মের বাইরে। এ কারণেই তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি।
আরো পড়ুন: তিতুমীরে ‘বোমাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
ছাত্রদলের কোনো নেতাকর্মী এ ধরণের কার্যক্রমের সাথে জড়িত নয় দাবি করে তিনি বলেন, শিক্ষাকেন্দ্রগুলোয় শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে আমরা নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা দ্রুতই এ সমস্যার সমাধান করব। যারা পদ পায়নি, সেশন ধরে ধরে তাদেরকে পদায়ন করা হবে। তবে সবাইকে সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। শৃঙ্খলার বাইরে গিয়ে আন্দোলন করলে এভাবে তৃতীয় পক্ষ সুযোগ নেবে।