বিএনসিসির পদোন্নতিতে বৈষম্যের অভিযোগে চবি শিক্ষকের সংবাদ সম্মেলন 

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে (বিএনসিসি) সকল নিয়ম মেনে আবেদন করেও পদোন্নতি না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এবং চবি বিএনসিসির পিইউও ড. মো. শহীদুল হক। এসময় তিনি পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ড. শহীদুল হক জানান, ২০২০ সালের ডিসেম্বরে চট্টগ্রাম কর্ণফুলী রেজিমেন্টের অধীনে ২১ জন বিএনসিসি অফিসার পদোন্নতির জন্য আবেদন করেন। তাদের মধ্যে বিভিন্ন স্কুল ও কলেজের ২০ জন শিক্ষক পদোন্নতি পেলেও জ্যেষ্ঠতম অফিসার এবং একমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়া সত্ত্বেও তাকে কমিশন বা পদোন্নতি দেয়া হয়নি।

ড. শহীদুল হক বলেন, ২০০৪ সালে তিনি চবিতে পিইউও হিসেবে যোগদান করেন এবং ২০০৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্রি-কমিশন প্রশিক্ষণ সম্পন্ন করে 'বেস্ট পারফর্মার' সম্মান অর্জন করেন। তিনি বলেন, পদোন্নতির সমস্ত শর্ত পূরণ করে যথাযথভাবে আবেদন করা সত্ত্বেও তার নাম পদোন্নতিপ্রাপ্তদের তালিকায় নেই, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

তিনি বলেন, দীর্ঘ ২০ বছরের সেবাকালে বিএনসিসির পিইউও হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তাকে পদোন্নতি না দিয়ে অন্যদের পদোন্নতি দেয়া চরম বৈষম্য ও অবিচার। তিনি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, বিএনসিসি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ