ছাত্রলীগের হামলায় আহতদের ঢামেক থেকে বের হতে না দেওয়ার অভিযোগ

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে চিকিৎসা শেষে আহতদের হাসপাতাল চত্বর থেকে বের হতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুলাই) বিকেলে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা শেষে বের হতে চাইলেও তাদের বের হতে দেওয়া হচ্ছে না বলে জানান কয়েকজন শিক্ষার্থী। এ ছাড়া ঢামেক ও বার্ন ইউনিটের সামনে ছাত্রলীগের কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। ফলে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আন্দোলনকারীরা জানান, ছাত্রলীগের হামলায় প্রায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে।

রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে বিকেল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। একইস্থানে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি চত্বরের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ৮০ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ