প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

  © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবকের নাম নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয় (২০)। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁর স্বামী হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা পরিশোধ করতে তিনি শিশুসন্তানকে সঙ্গে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। এ সময় হৃদয় কৌশলে তাঁকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন। পরে মুখ চেপে ধরে তাঁকে খাটে ফেলে হাত-পা বেঁধে ফেলেন এবং গলায় ধারালো অস্ত্র ধরে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর শিশুসন্তান কান্না করলে তাকে পাশের কক্ষে আটকে রাখা হয়।

এ সময় সুযোগ পেয়ে বাঁধন খুলে পালানোর চেষ্টা করলে হৃদয় বাড়ির উঠোনে গৃহবধূকে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


সর্বশেষ সংবাদ