ছিনতাইকারী সন্দেহে ধাওয়ায় নদীতে ঝাঁপ তিনজনের, সাঁতরে উঠে গণপিটুনিতে একজন নিহত

  © প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। তবে মারা যাওয়া ব্যক্তি নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, চকবাজার থানার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন। এ সময় তিনজন নদীতে ঝাপ দেন। পরে তাঁরা সাঁতরে সোয়ারীঘাটের চম্পাতলী ঘাট এলাকায় ওঠেন। এ সময় স্থানীয় জনতা তাঁদের গণপিটুনি দেন। এতে তিনজন গুরুতর আহত হন। পরে পুলিশ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম সরোয়ার। তিনি বলেন, আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। 

তিনি আরো বলেন, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স ২৫ বছর হতে পারে। আহত অন্য দুজন এখন পুলিশি প্রহরায় এ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 


সর্বশেষ সংবাদ