চবির ভর্তি আবেদনে পেমেন্ট স্ট্যাটাসে জটিলতা, যা বলছে কর্তৃপক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ AM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:১০ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরীক্ষার আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শুরু হয়েছে। এদিন বেলা সাড়ে ১২টা থেকে আবেদন শুরুর কথা থাকলেও তিন ঘণ্টা পর সাড়ে ৩টা থেকে শুরু হয়। আবেদনের সময় অনেকের পেমেন্ট স্ট্যাটাস নিয়ে জটিলতা তৈরি হলেও উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং (বিকাশ/রকেট) এর মাধ্যমে ফি প্রদান করার পরেও যাদের Payment Status আপডেট হয়নি, বিকাশ/রকেট থেকে তথ্য নিয়ে তাদের Payment Status পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে আপডেট করা হবে। আবেদনকারীদের উদ্বিগ্ন না হবার অনুরোধ করা হয়েছে।
চবির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন চলবে আগামী ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। আগামী ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত ভর্তি আবেদন ফি দেওয়া যাবে। এবার দ্বিতীয়বার আবেদনের সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা। তবে তাদের পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকে ৫ কেটে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
আরো পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ
২০২০ বা ২০২১ সালের মাধ্যমিক বা দাখিল বা সমমান পরীক্ষা এবং ২০২২ বা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা আলিম বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/ ইনস্টিটিউট এ ভর্তির যোগ্যতা আছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে ভর্তিচ্ছুদের আবেদন সম্পন্ন করতে হবে। এবার প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। সবমিলিয়ে প্রতি ইউনিটে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফি মোবাইল ব্যাংকিং 'রকেট' বা 'বিকাশ'র মাধ্যমে জমা দেয়া যাবে।