জাবিতে ইমেরিটাস অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার নিয়োগে নীতিমালা অনুমোদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার নামে নতুন তিন পদ নিয়োগে নীতিমালা অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

নাম না প্রকাশ করার শর্তে সিন্ডিকেটের একজন সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, আজকের সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, সুপারনিউমারারি অধ্যাপক ও বঙ্গবন্ধু চেয়ার বিষয়ক নিয়োগ নীতিমালা সিন্ডিকেটে উঠলে তা কিছু সংশোধনীসহ অনুমোদন করা হয়।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার ৫২ বছর পার করলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এতদিন পর্যন্ত ইমেরিটাস অধ্যাপক পদটি ছিল না। নতুন নীতিমালার ফলে এখন থেকে সহজেই এ তিন পদে নিয়োগ দিতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সর্বশেষ সংবাদ