ঢাবিতে ভর্তির তৃতীয় ধাপের বিষয় মনোনয়ন প্রকাশ

ঢাবির ভর্তি পরীক্ষা
ঢাবির ভর্তি পরীক্ষা  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের তৃতীয় ধাপের বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনয়নপ্রাপ্তদের দু’দিনের মধ্যে টাকা জমা দিতে হবে।

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপের বিষয়.মনোনয়ন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়/তৃতীয় ধাপে বিষয় মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের আগামী ২৭ জুলাই বেলা ৩টার মধ্যে টাকা জমা করতে হবে।

এর আগে বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে দ্বিতীয় মনোনয়ন স্থগিত করা হয়েছিল। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান ইউনিটের প্রথম দিনের সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে ২২ জুলাই দ্বিতীয় মনোনয়ন প্রকাশ করা হয়েছিল।

ইতোমধ্যে বিজ্ঞান ইউনিটের দ্বিতীয় দিনের সাথে চারুকলা ইউনিটের এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই দিনের সাক্ষাৎকারের ফলাফল তৈরি হয়েছে। ২৩ জুলাই ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকারের দিন ধার্য রয়েছে যার ফলাফল ঐদিন সন্ধ্যা নাগাদ পাওয়া যাবে।

আরও বলা হয়, উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে দ্বিতীয় মনোনয়ন আপাততঃ স্থগিত রেখে সকল ইউনিটের সাক্ষাৎকারের ফলাফলের প্রেক্ষিতে তৃতীয় ধাপের মনোনয়ন তৈরি করে ২৪ জুলাই তা প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের মনোনয়নের ভিত্তিতে আগামী ২৬ জুলাই বেলা ৩টা পর্যন্ত ভর্তির আগাম টাকা জমা করা যাবে।


সর্বশেষ সংবাদ