প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ৩১ মে ২০২৩, ০৮:২৫ AM
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.du.ac.bd/body/ISW) থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন চলবে ১০ জুলাই ২০২৩ পর্যন্ত।
যেসব বিষয়ে আবেদন করা যাবে: Professional Master's in Social Welfare with Specialization in Clinical Social Work (CSW) / Victimology and Restorative Justice (VRJ) / Gerontology and Geriatric Welfare (GGW) / and Industrial Relations and Labour Studies (IRLS)
কোর্সের মেয়াদ : ০১ বছর ০৬ মাস (৩ সেমিস্টার)।
আবেদনের যোগ্যতা : (১) অনার্স/মাস্টার্স পর্যায়ে ন্যূনতম জিপিএ ২.৫ (৪ স্কেলের মধ্যে); (২) শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়; (৩) কলা, সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ এর যে কোন বিষয়ে অনার্স ডিগ্রী অথবা আইন, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, কম্পিউটার বিজ্ঞান, লেদার টেকনোলজি, পুলিশ সাইন্স, গার্হস্থ্য অর্থনীতি, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, মেডিসিন, নার্সিং, ফিজিওথেরাপি, অকুপেশনাল/ল্যাংগুয়েজ থেরাপি এবং ভূগোল বিষয়ে অনার্স ডিগ্রী; অথবা (৪) উল্লেখিত বিষয় ব্যতীত অন্যান্য বিষয়ে অনার্স অথবা ডিগ্রী পাস প্রার্থীর সরকারি, আধা-সরকারি অথবা এনজিওতে ন্যূনতম ২ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে; (৫) যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রীধারীগণ আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদপত্র সংগ্রহ করে নির্ধারিত আবেদনপত্রের সাথে দু'কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল পরীক্ষার মার্কশীটের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়াও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট [নিউমার্কেটের পশ্চিমে বিজিবি ৩নং গেট সংলগ্ন] কার্যালয় থেকে ফি প্রদান করে সকল কর্ম দিবসে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেয়া যাবে।
আবেদন ফি: ১৫০০(এক হাজার পাঁচশত) টাকা
আবেদনের সময়সীমা: বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ১০ জুলাই ২০২৩ পর্যন্ত
লিখিত পরীক্ষা: লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৪ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৩:৩০ থেকে ৫:৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।