রাবি শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ একই বিভাগের শিক্ষকের বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষিকাকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল  ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে বিভাগে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষিকার নাম অধ্যাপক ইসমাত আরা বেগম। তিনি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের সভাপতি। অভিযুক্ত শিক্ষক একই বিভাগের সহযোগী অধ্যাপক হাকিমুল হক।

এ বিষয়ে অধ্যাপক ইসমাত আরা বেগম বলেন, অধ্যাপক হাকিমুল হক আজ সকালে আমার অফিসে এসে তার একটি চিঠি স্বাক্ষর করার জন্য বলেন। এসময় আমি তাকে পূর্বের একটি ঘটনার জন্য তাকে দুঃখ প্রকাশ করতে বলি এবং তা নাহলে চিঠিতে আমি স্বাক্ষর করবো না বলে জানাই। এরই পরিপ্রেক্ষিতে সে আমাকে স্বাক্ষর দেয়ার জন্য হুমকি দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টেবিল চাপড়িয়ে টেবিলের গ্লাস ভেঙে ফেলে। এছাড়া কক্ষ থেকে বের হওয়ার সময় আমাকে লেখার অযোগ্য ভাষায় গালি দেয় এবং পরে লাঠি দিয়ে মারার হুমকি দেয়। ঘটনাটির দৃশ্য কক্ষের সিসিটিভি ফুটেজে দেখা যাবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ড. হাকিমুল হক। তিনি বলেন, আমি একজনের মাধ্যমে আমার প্রজেক্ট পেপারটি স্বাক্ষর করার জন্য তার কাছে পাঠায়। কিন্তু সে আমার চিঠিতে স্বাক্ষর করেনি। বিভাগের চেয়ারম্যান হিসাবে তার দায়িত্ব ছিলো তার রুটিন দায়িত্ব পালন করা। তার কক্ষে সিসিটিভি ক্যামেরা আছে, ওইটার ফুটেজ দেখলেই সব বোঝা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল- ইসলাম বলেন, এ বিষয়ে কিছুটা শুনেছি। তবে বিস্তারিত এখনো জানতে পারিনি। বিভাগের চেয়ারম্যান বা অন্য কেউ এখনো এ বিষয়ে কিছু বলেনি। বিভাগ থেকে যোগাযোগ না করা পর্যন্ত কিছু বলা উচিত না।


সর্বশেষ সংবাদ