শতাধিক আসন ফাঁকা রেখেই রাবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২২, ১২:৪১ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২২, ১২:৫৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে শতাধিক আসন ফাঁকা রেখেই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়টির বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার থেকে ২০২১-২২ সেশনের আনুষ্ঠানিক ক্লাস শুরু হয়েছে। তবে বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক আসন ফাঁকা রয়েছে।
এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে প্রায় ৯০টি এবং সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে প্রায় ২০টি আসন ফাঁকা রয়েছে। তবে ‘বি’ ইউনিটে কোন আসন ফাঁকা নেই। আসন ফাঁকা সাপেক্ষে আগামী ৮ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদে ভর্তি কার্যক্রম চলবে।
আরও পড়ুন: বদলে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়ও
এ বিষয়ে সংশ্লিষ্ট অনুষদ কর্তৃপক্ষ বলছে, অন্যত্র সুযোগ হওয়ায় অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছেন। তাই বিভিন্ন বিভাগে আসন ফাঁকা হচ্ছে। তবে পরবর্তী মেধা তালিকা থেকে ফাঁকা আসন পূর্ণ করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে।
এর আগে গত ২৫, ২৬ এবং ২৭ জুলাই যথাক্রমে রাবির ‘সি’, ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ ৪ হাজার ৬৪১টি আসনের বিপরীতে 'সি' ইউনিটে আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৪১০ জন, 'এ' ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন এবং ‘বি’ ইউনিটে ছিল ৩৮ হাজার ৬২১ জন। পরে ২ আগস্ট রাবির ৩ ইউনিটের ফল প্রকাশ করা হয় এবং ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে।