ইরানের নারী আন্দোলনে জাবি শিক্ষার্থীদের সংহতি
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৯ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৪ PM
ইরানের নারী আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি নোয়াখালীর স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ ছাত্ররা। সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জময়েত হয় প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক মৌটুসি জোবায়দা রহমান বলেন, ‘পোশাক মানুষের মৌলিক অধিকার। কিন্তু আমাদের সমাজে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে কেমন পোশাক পরতে হবে তা ধরিয়ে দেওয়া হয়। দেশে ধর্মের দোহায় দিয়ে নারী উন্নয়নকে বাধাগ্রস্থ করা হচ্ছে। আমাদেরকে সকল ধরনের নারী নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি আবু সাইদ বলেন, ‘ধর্ষণের বিচার চাওয়া হলে রাষ্ট্র নির্বিকার আচরণ করছে। মাত্র ৩ শতাংশ ঘটার বিচার হচ্ছে। এই সরকারের অধীনে অবিচারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হচ্ছে। ফলে দেশের নাগরিকেরা অনিরাপদ পরিবেশে শঙ্কার মধ্যে দিন পাচ করছে।'
আরও পড়ুন: শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরি দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচি বলেন, 'সারাবিশ্বের নিপীড়িত নারীদের প্রতি সম্মান জানিয়ে ইরানের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। নারীকে পোশাক দিয়ে অবদমিত করা যাবে না, সেটা আমাদের বোনেরা ইরানের রাজপথে দেখাচ্ছে।'
এসময় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদ প্রিতম, সহ-সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া মুনসহ প্রমূখ।