কিভাবে গুচ্ছের ১টি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে

রাশেদ মেনন
রাশেদ মেনন   © টিডিসি ফটো

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। আজ আমরা মানবিক শাখা নিয়ে বলবো। প্রথম কথা আজ খুব অল্প কিন্তু এবারের জন্য ইম্পরট্যান্ট টপিক্স নিয়ে বলব। গুচ্ছে চান্স পেতে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ৫০-৫৫ নম্বর এনাফ। 

মানবণ্টন: গুচ্ছে মানবিকে বাংলা ৩৫ নম্বর, ইংরেজি ৩৫ নম্বর এবং সাধারণ জ্ঞান-এ (জিকে) ৩০ নম্বরের প্রশ্ন থাকবে। 
কি কি পড়বে: 

বাংলা ১ম পত্র: ১০টি প্রশ্ন আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুফিয়া কামাল, সুকান্ত, জসিমউদদীন, বেগম রোকেয়া, শেখ মুজিব এসব লেখক সব পড়বে। এছাড়া বাংলা মেইন বই হতে গদ্য-পদ্য দুইবার রিডিং পড়বে। 

বাংলা ২য় পত্র: ২৫টির মত প্রশ্ন আসবে। পদ, শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, ভাষা, ব্যাকরণ এর আলোচ্য বিষয়, সমাস, সন্ধি, প্রত্যয়, উপসর্গ, কারক হতে প্রায় ২০টি প্রশ্ন আসবে।

ইংরেজি ১ম পত্র: কম ইম্পরট্যান্ট। ৪/৬টি প্রশ্ন আসবে। আবেগে টেক্সট বুক গাদা গাদা পড়ে মাথা নষ্ট না করা উত্তম।

ইংরেজি ২য় পত্র: Tense, noun, pronoun, adjective, verb, voice, narration, right form of verbs, subject verb agreement, vocabulary, preposition, clause, idiom phrase, determiner, correction এসব প্রতিটি টপিক্স হতে কমন আসবে।....

সাধারণ জ্ঞান: জিকের জন্য মুক্তিযুদ্ধ, মুজিব, সংবিধান, কৃষি,  সম্পদ, সংস্থা, উপজাতি, সদর দপ্তর, জনপদ, মহাদেশ বেশি ইম্পরট্যান্ট।  

পরামর্শ: উপরের টপিকসগুলো পড়ো। নিজের উপর ভরসা রাখো। ২ মাস পরে তুমিও পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সিলেবাস হতে ৮০% প্রশ্ন আসবে।

রাশেদ মেনন,
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) 


সর্বশেষ সংবাদ