বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-০৫

মডেল টেস্ট
মডেল টেস্ট   © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিকটে যা বিরাট আতংকের একটি অধ্যায়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা হতাশা-উদ্বেগ লক্ষ্য করা যায়। কিভাবে পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো। শিক্ষার্থীদের মধ্যে নানান প্রশ্ন। শিক্ষার্থীদের এসব দুশ্চিন্তার কথা বিবেচনায় দ্যা ডেইলি ক্যাম্পাসে নিয়মিত থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ থাকছে বাংলা বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট:

১। ঊর্ণনাভ শব্দটি দিয়ে কি বুঝায়?    

           ক. টিকটিকি             খ. তেলাপোকা    গ. উইপোকা             ঘ. মাকড়সা            

২। ইনকিলাব শব্দের অর্থ কি?            

           ক. বিপ্লব                   খ.চিরজীবী      গ. সন্ত্রাস                   ঘ. আন্দোলন   

৩।  অনীক শব্দের অর্থ কি?             

           ক. কাল্পনিক                খ. সৈন্যদল    গ. নিরাবয়ৱ                 ঘ. রূপকল্প

৪। অনিকেত শব্দের অর্থ কি?                  

           ক.  অল্পভাষী                খ. গায়ক        গ. গৃহহীন                      ঘ. অসুন্দর         

৫।  পাণি শব্দের অর্থ কি?                         

           ক. জল       খ. হাত       গ. পরিষ্কার            

৬।  কুঞ্জর শব্দের অর্থ কি?                   

           ক. হরিণ      খ. খরগোশ           গ. বাঘ         ঘ. হাতি                               

৭।  মৃগেন্দ্র এর প্রতিশব্দ কি?                           

          ক.   মৃগ           খ.  মৃগী           গ. সিংহ            ঘ. মৃগয়া                          

৮।  রাতুল শব্দের অর্থ কি?                      

          ক. লাল মোরগ      খ. লাল পদ্ম       গ.   লাল শালুক      ঘ. লাল                  

৯। আশীবিষ এর অর্থ কি?                      

          ক. ভুজঙ্গ          খ. মার্তণ্ড        গ. হুতাশন         ঘ. মাতঙ্গ                     

১০। উরগ সমার্থক শব্দ কি?                          

          ক. সাপ         খ. গরু           গ. কেঁচো        ঘ. তীর                               

১১। 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?                                              

           ক. সাগর       খ. বারিধি           গ. সিন্দু         ঘ. তরঙ্গ                               

১২। কোনটি প্রতিশব্দ নয়?                        

           ক. তপন       খ. অর্ক   গ. সুর             ঘ. অনিল               

 ১৩। কোনটি ভিন্নধর্মী?                              

           ক. আফতাব        খ. সবিতা                        গ.খদ্যোত               ঘ. অরুণ                     

১৪।   সূর্য এর প্রতিশব্দ কি?                      

          ক. সুধাংশু        খ. শশাঙ্ক      গ.  বিধু              ঘ. আদিত্য            

১৫। 'আফতাব' শব্দের সমার্থক কোনটি?                                                  

          ক. অর্ণব           খ. রাতুল       গ. অর্ক              ঘ. জলদি                        

১৬। কোনটি 'নিশা'র সমার্থক শব্দ নয়?                                                         

          ক. যামিনী         খ. শর্বরী     গ.বিভাবরী       ঘ.অরাতি

১৭। ‘অরুন্তুদ’ শব্দের অর্থ-

          ক) মনোরম  (খ)ভয়ংকর  (গ) মর্মভেদী  (ঘ) রাজকীয়

১৮। ‘অব্যূঢ়’ শব্দের অর্থ –

         ক) অনুরোধ  (খ) নিঃস্ব (গ) অবিবাহিত (ঘ) ঋণী

১৯।  ‘জঙ্গম' শব্দের অর্থ কি-

         ক) স্থিতিশীল (খ) গতিশীল (গ)  নিশ্চল (ঘ) অচঞ্চল

২০। ‘নীলাম্বরি' শব্দের অর্থ কোনটি?

          ক) নীলকন্ঠী (খ) নীল আকাশ (গ) নীল ওড়না (ঘ) নীল শাড়ী

২১। ‘পনস’ শব্দের অর্থ কোনটি?

          ক) আম (খ) কাঁঠাল (গ) আমড়া (ঘ) পেয়ারা

২২। ‘শ্মশ্রু' শব্দের অর্থ কোনটি?

          ক) দাঁড়ি (খ) কমা (গ) দাড়ি (ঘ) সেমিকোলন

২৩। ‘সন্ধ্যা’ শব্দের সমার্থক শব্দ  নয় কোনটি ?

          ক) সায়াহ্ন (খ) সাঁঝ (গ) সজ্জা (ঘ) প্রদোষ

২৪। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

          ক) সূর (খ) মিহির (গ) সবিতা (ঘ) পূষন

২৫। ‘হস্ত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

          ক) গজ (খ) কর (গ) হস্তী (ঘ) কোনটিই নয়

উত্তরমালা:  ১. ঘ ২. ক, ঘ  ৩. খ  ৪. গ  ৫. খ  ৬. ঘ  ৭. গ  ৮. ঘ  ৯. ক  ১০. ক  ১১. ঘ  ১২. ঘ  ১৩. গ  ১৪. ঘ  ১৫. গ  ১৬. ঘ  ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. ঘ  ২১. খ  ২২. গ  ২৩. গ  ২৪. ক  ২৫. খ


সর্বশেষ সংবাদ