বিশ্বকাপ ফুটবলের মূল মঞ্চে ইরান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৩:১১ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৩:১১ AM

দুইবার পিছিয়ে পড়েও মেহেদি তারেমির জোড়া গোলে হার এড়াল ইরান। উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান।
৮ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চূড়ায় আছে ইরান। তাদের সঙ্গে ড্র করা উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার পথে ভালোভাবেই আছে দলটি।
তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউ জিল্যান্ড।
তৃতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করতে ইরানের কেবল ১ পয়েন্ট প্রয়োজন ছিল। দ্বিতীয়ার্ধে ইন্টার মিলান স্ট্রাইকার তারেমির জোড়া গোল তাদের সেই পয়েন্ট এনে দেয়।
উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া জিততে না পারলে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই লাতিন আমেরিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে নিশ্চিত হবে আর্জেন্টিনার খেলা।