ফোন নম্বর দেখা যাবে না হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

ডিজিটাল পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করে নিচ্ছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে নতুন বৈশিষ্ট্য আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় এই অ্যাপ। এ ছাড়া আরও কী পরিবর্তন আনতে যাচ্ছে মার্ক জাকারবার্গের কোম্পানি, তা জানা গেছে।

যে পরিবর্তন আসছে হোয়াটসঅ্যাপে
বর্তমানে হোয়াটসঅ্যাপ দেশের একটি বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম। বেশির ভাগ মানুষ এতে মেসেজ, ফটো, ভিডিও, নথি পাঠাতে বা গ্রহণ করতে ব্যবহার করে থাকেন। বর্তমানে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দুজনেই একে অপরের নম্বর দেখতে পান। কিন্তু এমনটি আর হবে না বলে জানিয়েছে কোম্পানিটি। শিগগিরই একটি নতুন গোপনীয়তা বৈশিষ্ট্য চালু করতে চলেছে তারা। এই পরিবর্তনের পরে কেউ আপনার নম্বর জানতে পারবে না।

কীভাবে কাজ করবে নতুন এ ফিচার
আগামী দিনে ব্যবহারকারীর নামের গোপনীয়তা বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা সংস্করণে ইতোমধ্যেই দেখা গেছে। এই নতুন বৈশিষ্ট্যে ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীর নাম বৈশিষ্ট্যের মতো কাজ করে। এই বৈশিষ্ট্যে ব্যবহারকারীরা মোবাইল নম্বর দেখতে পারবেন না।

এই পরিস্থিতিতে ব্যবহারকারীর নাম দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজারদের খুঁজতে সক্ষম হবেন আপনি। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোবাইল নম্বর ছাড়াই চ্যাটিং হবে
আগে অনেক মানুষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতেন। গ্রুপের সদস্যরা সহজেই একে অপরের নম্বর দেখতে পেতেন। কিন্তু নতুন এই প্রাইভেসি ফিচার আসার পর গ্রুপের কোনো সদস্যের অন্য সদস্যের ফোন নম্বর জানতে পারবেন না। নম্বরের পরিবর্তে আপনি ব্যবহারকারীর নাম দেখতে পাবেন।

ব্যবহারকারীকে ইউজার নেম দিয়ে চিহ্নিত করা হবে
নতুন এই ফিচার আসার পর মোবাইল নম্বরের পরিবর্তে ব্যবহারকারীর নামই এখন মানুষের পরিচয় জানাবে। চ্যাটিংয়ের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা বিভিন্ন কাজে এই অ্যাপটি ব্যবহার করে। এই অবস্থায় অপরিচিত কোনো ব্যক্তি আপনার মোবাইল নম্বর জেনে গেলে ফোন করে হয়রানির শিকার হতে পারেন। নতুন এই প্রাইভেসি ফিচার আসার পর মানুষের মোবাইল নম্বর নিরাপদ থাকবে।


সর্বশেষ সংবাদ