ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ১টি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৫০ PM

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগে সম্প্রতি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানে ১৪ ক্যাটাগরির পদে ২৫২৪ কর্মী নিয়োগ দেওয়া হবে। এই ১৪ ক্যাটাগরির মধ্যে ১৬তম গ্রেডের ‘কপিস্ট কাম বেঞ্চ সহকারী’ পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে ৪৮০ জন। এ পদের পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে হবে প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা আগামী ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
আগামী ১৭ এপ্রিল থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই ওয়েবসাইট থেকে কপিস্ট কাম বেঞ্চ পদের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্রসহ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬);
আরও পড়ুন: পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
১৯টি পরীক্ষা কেন্দ্র—
*সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা;
*সরকারি তিতুমীর কলেজ, মহাখালী, ঢাকা;
*মিরপুর কলেজ, মিরপুর, ঢাকা;
*মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা;
*বাড্ডা আলাতুন্নেছা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বাড্ডা, ঢাকা;
*মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা;
*মতিঝিল কলোনি উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা;
*ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা, ঢাকা;
*সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (স্কুল ভবন), ডেমরা, ঢাকা;
*সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (কলেজ ভবন), ডেমরা, ঢাকা;
*খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও, ঢাকা;
*সিদ্ধেশ্বরী কলেজ, রমনা, ঢাকা;
*তেজগাঁও মডেল হাইস্কুল, তেজগাঁও শি/এ, ঢাকা;
*সেন্ট্রাল উইমেন্স কলেজ, ওয়ারী, ঢাকা;
*বিটিসিএল আইডিয়াল স্কুল, মগবাজার, ঢাকা;
*খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা;
*খিলগাঁও গভ. কলোনি স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা;
*মহাখালী মডেল হাইস্কুল, মহাখালী, ঢাকা;
*খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা;
আরও পড়ুন: বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষার সূচি প্রকাশ
পরীক্ষাবিয়ক এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত অন্য পদগুলোর নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।
সূত্র: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট