পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হিসাবরক্ষক পদের পরীক্ষা আগামী ১৯ ও ২০ এপ্রিল
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হিসাবরক্ষক পদের পরীক্ষা আগামী ১৯ ও ২০ এপ্রিল  © সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হিসাবরক্ষক পদে আবেদন করা প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হিসাবরক্ষক পদের লিখিত (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ও মীরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত (রচনামূলক) পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রশিক্ষণ একাডেমি ভবনে এ বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া লিখিত (রচনামূলক) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে এই ওয়েবসাইটে বা মোবাইল ফোনে খুদে বার্তা বা নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। এ ছাড়া প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।

পরীক্ষাবিষয়ক সূচিপত্র দেখতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ