বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষার সূচি প্রকাশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ PM

বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির এমসিকিউ পরীক্ষা আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার রোল নম্বরভিত্তিক পরীক্ষাকেন্দ্রের তালিকা (সিট প্ল্যান) ও অনলাইনে প্রবেশপত্র পাওয়ার তথ্য পরবর্তী সময়ে বার কাউন্সিলের এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষাসংক্রান্ত সব বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনিবার্য যে কোনো পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের এই ঘোষিত তারিখ/সময়/শিডিউল পরিবর্তন করার এখতিয়ার এনরোলমেন্ট কমিটি সংরক্ষণ করে।
পরীক্ষার তারিখ ও সময়সূচি সম্পর্কিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।