মাভাবিপ্রবি শিক্ষক সমিতি

সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ, সম্পাদক অধ্যাপক মাসুদার রহমান

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাহী পরিষদ নির্বাচন ২০২২ এর ফলাফল ঘোষণা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রোকেয়া বেগম। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দও উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইএসআরএম বিভাগের অধ্যাপক ড. এ এস এম সাইফুল্লাহ। তিনি মোট ৬৫টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান পেয়েছেন ৬৩টি ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিজিই বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদার রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ১০১টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএস বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসতিয়াক আহমেদ তালুকদার পেয়েছেন ৭০টি ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম। তিনি ভোট পেয়েছেন ৮৯টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মওদুদ-উল-হক ভোট পেয়েছেন ৮৮টি।

আরও পড়ুন: ঢাবিকে পেছনে ফেলে দেশসেরা বঙ্গবন্ধু কৃষি ও মাভাবিপ্রবি

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন, যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রোস্তম আলী, দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবীর হোসেন, প্রচার সম্পাদক ও প্রকাশনা পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষা ও গবেষণা পদে নির্বাচিত হয়েছেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসান হাবীব। সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বৃষ্টি চক্রবর্তী।

এছাড়াও নির্বাহী সদস্য পদে ৬ জন প্রার্থী থাকায় ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ভোট প্রাপ্তির ভিত্তিতে ১ম হয়েছেন বিজিই বিভাগের প্রভাষক প্রতুল দ্বীপ্ত সমাদ্দার, ২য় হয়েছেন বিজিই বিভাগের অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, ৩য় হয়েছেন বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, ৪র্থ হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান মুজিব, ৫ম হয়েছেন বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক ড. আশেকুল ইসলাম এবং ৬ষ্ঠ হয়েছেন ইএসআরএম বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন।

এর আগে এদিন সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ সম্পন্ন হয়। যেখানে ২৪৩ জনের মধ্যে ১৮১ জন ভোটার ভোট প্রদান করেন।


সর্বশেষ সংবাদ