গাজীপুরের আবুল কাশেমের মৃত্যু, রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল

  © টিডিসি ফটো

গাজীপুরে হামলায় আহত আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে রাঙ্গামাটিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় রাঙ্গামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জজ কোর্ট মাঠ প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।  

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ আশরাফুল ইসলাম। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম, ইমাম হোসেন ইমু বক্তব্য রাখেন।

আরো পড়ুন: ‘আ.লীগকে নিষিদ্ধ করে ছাড়ব’—কাসেমের লাশ নিয়ে শপথ হাসনাতের

জানাজা শেষে জজ কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে  বনরুপা আলিফ মার্কেটের সামনে এসে শেষ হয়। 

বক্তারা কাসেম হত্যার দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি জানান।


সর্বশেষ সংবাদ