মেয়াদোত্তীর্ণের পর কমিটি পূর্ণাঙ্গ করল ঢাবি ছাত্রলীগ

লোগো
লোগো  © ফাইল ছবি

মেয়াদোত্তীর্ণ হওয়ার ‍দুই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন ও সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আরও ১১ জন। এছাড়া প্রচার সম্পাদক পদে ১ জন, উপ-প্রচার সম্পাদক পদে ৬ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, উপ-দপ্তর সম্পাদক পদে ৬ জন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে ৬ জন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে ১ জন, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদে ৬ জন।

সাংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে ৬ জন, সমাজসেবা সম্পাদক পদে ১ জন, উপ-সমাজসেবা সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া সম্পাদক পদে ১ জন, উপ-ক্রীড়া সম্পাদক পদে ৬ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৬ জন, পাঠাগার সম্পাদক পদে ১ জন, উপ-পাঠাগার সম্পাদক পদে ৩ জন।

তথ্য ও গবেষণা সম্পাদক পদে ১ জন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৪ জন, অর্থ বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-অর্থ বিষয়ক সম্পাদক পদে ৪ জন, আইন বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-আইন বিষয়ক সম্পাদক পদে ৩ জন, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৪ জন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পদে ৪ জন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ৪ জন।

তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৩ জন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক পদে ৩ জন, গণশিক্ষা সম্পাদক পদে ১ জন, উপ-গণশিক্ষা সম্পাদক পদে ৩ জন, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা সম্পাদক পদে ১ জন, উপ-ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা সম্পাদক পদে ৪ জন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক পদে ১, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক সম্পাদক পদে ৩ জন, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৩ জন।

সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ৪ জন, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক পদে ৩ জন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ১ জন, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ৪ জন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১ জন, উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৩ জন, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক পদে ১ জন, উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক পদে ৩ জন।

 প্রধানমন্ত্রীর সঙ্গে তানভীর হাসান সৈকত ও তানভীর হাসান সৈকত

ছাত্রবৃত্তি সম্পাদক পদে ১ জন, উপ-ছাত্রবৃত্তি পদে ৩ জন, কৃষিশিক্ষা সম্পাদক ১, উপ-কৃষিশিক্ষা সম্পাদক ৩ জন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ১ জন, উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ৩ জন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ১ জন, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ৩ জন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ১ জন, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পদে ৩ জন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ১ জন, উপ-মানবাধিকার বিষয়ক সম্পাদক ৩ জন, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ১ জন, উপ-ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ৩ জন রয়েছে।

এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক ১ জন, উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক ৩ জন, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক ১ জন, উপ-উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক ৩ জন, সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক ১ জন, উপ-সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক ৩ জন, সহ-সম্পাদক ১০ জন ও সদস্য রয়েছেন ১১ জন।

গঠনতন্ত্র অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখা সাংগঠনিক জেলার মর্যাদা পায়। ছাত্রলীগের গঠনতন্ত্রের ১০(খ) ধারায় বলা হয়েছে, ‘জেলা শাখার কার্যকাল এক বছর’। সেই হিসেবে গত ২০ ডিসেম্বর শেষ হয়েছে শয়ন-সৈকতের নেতৃত্বে বর্তমান কমিটির মেয়াদ।

এর আগে গত ২০২২ সালের ২০ ডিসেম্বর ডিসেম্বর মাজহারুল কবির শয়নকে সভাপতি ও তানভীর হাসান সৈকতকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন।


সর্বশেষ সংবাদ