ইডেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমাইয়া

সুমাইয়া পারভীন
সুমাইয়া পারভীন  © সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন।

সোমবার (৮ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ইডেন মহিলা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।’

সুমাইয়া পারভীন বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ, ‘একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন’। সেই ধারাবাহিকতায় দেশ ও দলের ক্রান্তিলগ্নে আমার ওপর আস্থা রেখে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি। এই দুঃসময়ে আমার ওপর দল যে আস্থা রেখেছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের আস্থার প্রতিদান দেবো এবং ঐতিহ্যবাহী ইডেন কলেজ ছাত্রদলকে এগিয়ে নেবো, ইনশাআল্লাহ।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সর্বশেষ সংবাদ