নান্নুর করোনা পজিটিভ

মিনহাজুল আবেদিন নান্নু
মিনহাজুল আবেদিন নান্নু  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর করোনাভাইরাসের ফল পজিটিভ এসেছে। বুধবার (৫ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে করোনা রিপোর্ট পজিটিভ আসলেও তিনি স্বাভাবিক আছেন বলেই জানিয়েছেন।

আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ ধরা পড়েনি। সংবাদ মাধ্যমকে নান্নু বলেন, ‘কোভিড টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। তেমন কোনো উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ, ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’

আরও পড়ুন: বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তামিমের (ভিডিও)

নান্নুর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। মঙ্গলবার (৪ জানুয়ারি) টিটুর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার বড় বোন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

লিপি জানান, তার আদরের ছোট ভাই তানভীর আহমেদ টিটু করোনা থেকে দ্রুত মু‌ক্তি লাভের জন্য সকল আ‌ত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন।

তানভীর আহমেদের পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের আলোকিত এই ব্যক্তিত্ব গত কিছুদিন যাবত জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। সোমবার (৩ জানুয়ারি) ডাক্তারের পরামর্শে তিনি করোনার টেস্ট করান। মঙ্গলবার (৪ জানুয়ারি) রিপোর্টে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

আরও পড়ুন: আশরাফুল সম্পর্কে কটুক্তি বর্জনীয়

উল্লেখ্য, তানভীর আহমেদ টিটু গত ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে পরিচালক নির্বাচিত হন। পরে ২৪ ডিসেম্বর ক্রিকেট বোর্ডের মিডিয়া সেলের চেয়ারম্যানের দায়িত্বও পান। একইসঙ্গে তিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের দুইবারের নির্বাচিত সভাপতি।

পারিবারিকভাবে টিটু নারায়ণগঞ্জের ওসমান পরিবারের আত্মীয়। তার বড় বোন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী। সেই সূত্রে তানভীর আহমেদ টিটু সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক।


সর্বশেষ সংবাদ