এবারের হজে বাংলাদেশি হাজিদের জন্য থাকছে প্রযুক্তির চমক

হজ
হজ  © সংগৃহীত

এবারের হজে বাংলাদেশি হাজিদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে চালু করা হচ্ছে একাধিক নতুন উদ্যোগ। হাজিদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে ব্যবহার করা হবে একটি বিশেষ মোবাইল অ্যাপ, যার মাধ্যমে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়া যাবে। লাগেজ হারানো, অসুস্থতা বা পথ হারিয়ে যাওয়ার মতো সমস্যা প্রতিরোধে ঢাকা, মক্কা ও মদিনায় গড়ে তোলা হচ্ছে ‘হজ ম্যানেজমেন্ট সেন্টার’।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এসব কার্যক্রম বাস্তবায়নে অগ্রসর হয়েছে তারা। এজেন্সিগুলোর দায়িত্ব নির্ধারণ করে তা অনলাইনে প্রকাশের পাশাপাশি তদারকি ও মূল্যায়নের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সভায় বেসরকারি এজেন্সিগুলোর দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারণ করে একটি বুকলেট আকারে অনলাইনে প্রকাশের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

হজ অফিসের পরিচালকদের তথ্য মতে, প্রতিটি হজযাত্রীর জন্য থাকবে কম খরচের রোমিং সুবিধাসম্পন্ন সিম এবং ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, যার মাধ্যমে সৌদি আরবে রিয়াল তোলা যাবে সহজেই। লাগেজের অবস্থান জানতে ইলেকট্রনিক চিপ সংযুক্ত থাকবে, যা কল সেন্টার থেকে ট্র্যাক করা সম্ভব হবে। এছাড়া, যাত্রীদের প্রস্তুত রাখতে তৈরি করা হচ্ছে প্রশিক্ষণ ভিডিও এবং গাইডলাইন বুকলেট।


সর্বশেষ সংবাদ