এবার ১৮১ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

ভারতীয় বোলারদের তোপে পড়েন অজি ব্যাটসম্যানরা
ভারতীয় বোলারদের তোপে পড়েন অজি ব্যাটসম্যানরা  © সংগৃহীত

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে অলআউট হয়েছিল। জশপ্রীত বুমরার দল অল আউট হওয়ার গতকাল শেষবেলায় ব্যাটিংয়ে নেমে অজিরা দিনশেষ করেছিল উসমান খাজার উইকেট হারিয়ে। আজ দ্বিতীয় দিনেও ব্যাত হাতে শুরুটা ভালো হয়নি প্যাট কামিন্সদের। 

৯ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করার পর দলীয় ১৫ রানেই বিদায় নেন মার্নাস লাবুশে। এরপর আরেক ওপেনার স্যাম কনস্টাসও ইনিংস বড় করতে পারেননি, তিনি আউট হন দলীয় ৩৫ রানে ব্যক্তিগত ২৩ রান করেই। এরপর ট্রাভিস হেডও দ্রুতই সাজঘরের পথ ধরেন, তিনি করেন ৪ রান। বাউ ওয়েবস্টারকে নিয়ে দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ। তবে অভিজ্ঞ এই ব্যাটার থিতু হয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি, তিনি ৫৭ বলে ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন।

আরও পড়ুন: অধিনায়ক হয়েও খেলছেন না কেন, জানালেন রোহিত শর্মা

এদিকে প্রথম ইনিংসে অজিদের হয়ে ব্যাট হাতে দলের হাল ধরেছিলেন ওয়েবস্টার। অভিষেকেই ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন। প্রথম ইনিংসে অজিদের সর্বোচ্চ রানের ইনিংসটিও তারই। তিনি ১০৫ বলে করেছেন ৫৭ রান, এছাড়া আর কেউই দলের হাল ধরতে না পারায় অজিরা শেষ পর্যন্ত ১৮১ রানেই অল আউট হয়।

এতে ৪ রানের লিড পেয়েছে ভারত। এদিকে ৪ রানে এগিয় থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ইতোমধ্যেই ১ উইকেট হারিয়েছে ভারত। স্কট বোল্যান্ডের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন লোকেশ রাহুল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৬ রান।  


সর্বশেষ সংবাদ