রাজধানীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪২ PM
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (৫ জানুয়ারি) রাত আটটার দিকে র্যাব-১০ লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ওই যুবককে আটক করে।
গ্রেপ্তার যুবক যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকার শাহাবুদ্দিনের ছেলে রেজাউল করিম রাজু (৩৩)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রেজাউল করিম যাত্রাবাড়ী এলাকায় ব্যবসার আড়ালে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছেন। এ ছাড়া ওই এলাকায় বিভিন্ন সময়ে তিনি অবৈধ অস্ত্র প্রদর্শন করে এলাকার লোকজনকে ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর একটি আভিযানিক দল সায়েদাবাদ বাস টার্মিনালে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব তাকে আটক করে।
জব্দ করা অস্ত্র
এ সময় তার কাছে থেকে একটি ম্যাগাজিন, একটি গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম জানান, তিনি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং একই সঙ্গে অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সায়েদাবাদ এলাকাসহ ঢাকা মহানগরের অন্যান্য এলাকায় সুবিধামতো স্থানে বিভিন্ন লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালানা এবং একই সাথে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছিলেন।
রেজাউল করিমের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে।