শহীদ স্মৃতির নামফলকে টানানো হল দলীয় ব্যানার
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫১ PM
চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে শহীদ হওয়া ব্যাক্তিদের স্মৃতি হিসেবে নামকরণ করা স্বাধীনতা চত্বর ছেয়ে গেছে দলীয় ব্যানারে। এমনকি নামকরণ করা ফলক ঢেকে দিয়ে টানানো হয়েছে সেসব ব্যানার। ফলে সাধারন ছাত্রজনতার মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কিছুদিন আগে কে বা কারা দলীয় ব্যানার স্বাধীনতা চত্বরের ফলক ঢেকে টানিয়ে রেখে যায়। ফলে ছাত্রজনতার নামকরণ করা চত্বরের মূল নামটিই ঢাকা পড়ে যায়।
বৈষম্যবিরোধী আন্দোলন যখন জুলাইয়ের মাঝামাঝি সময়ে এসে গণ-আন্দোলনের রূপ নেয়, তখন থেকেই আন্দোলনের সকল কর্মসূচি এবং সামাবেশ কিশোরগঞ্জ শহরের পুরান থানার এই গোলচত্বর থেকে ঘোষণা করা হতো। পরবর্তীতে এই গোল চত্বরকে স্বাধীনতা চত্বর হিসেবে নামকরণ করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের এই শহীদ স্মৃতির স্বাধীনতা চত্বরের নামফলক আগের মতোই সুন্দর এবং স্পষ্ট হবে, এমনটাই প্রত্যাশা বৈষম্যবিরোধী আন্দোলনে সংশ্লিষ্টদের।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, কিছুদিন পূর্বেও আমরা পুরো শহরে দেয়াল লিখন কর্মসূচিতে বিভিন্ন গ্রাফিতি এঁকেছিলাম। সেগুলোর ওপরও বিভিন্ন দলীয় পোস্টার সাঁটানোর খবর আমরা পেয়েছি। এগুলো সত্যিই দুঃখজনক। সৌন্দর্য বিনষ্টের পোস্টার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসা প্রয়োজন। আর যারা স্বাধীনতা চত্বরের নামফলকের ওপর ব্যানার টানিয়েছে, আমার অনুরোধ থাকবে আপনারা ব্যানারগুলো সরিয়ে ফেলুন। বৈষম্য বিরোধী আন্দোলন আমার, আমাদের, আমাদের সবার।