মুস্তাফিজের জন্য দোয়া চাইলেন মুশফিক

মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান
মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান  © সংগৃহীত

বিপিএলের বিরতির দিনে অনুশীলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। নেটে অনুশীলনের সময় মাথায় বল লেগে আঘাত পেয়েছেন জাতীয় দলের এই পেসার। অসুস্থ সতীর্থের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ক্রিকেটারের ছোড়া বল এসে লাগে মুস্তাফিজের মাথার পেছনের অংশে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কাটার মাস্টার, শুরু হয় রক্তক্ষরণও। দ্রুতই ডাকা হয় অ্যাম্বুলেন্স। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। 

ফেইসবুক পোস্টে মুশফিক লিখেছেন, 'সবাইকে অনুরোধ করছি মুস্তাফিজের জন্য দোয়া করতে। আল্লাহ আমাদের প্রতি সহায় হোন এবং আমাদের ছেলেকে (মুস্তাফিজকে) দ্রুত সুস্থতা দান করুন।' 

9c212bdb-ff97-49b8-8701-0ebb648a29d0

আঘাত তেমন গুরুতর না হলেও জাতীয় দলের সতীর্থের জন্য দোয়া চেয়েছেন ফরচুন বরিশালের উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। রোববার এক ফেসবুক পোস্টে মুস্তাফিজের সুস্থতা কামনা করেছেন তিনি
 
সিটি স্ক্যানের পর কুমিল্লার ফিজিও এমএস জাহিদুল ইসলাম জানিয়েছেন, মুস্তাফিজের অবস্থা অনেকটাই ভালো। বড় ধরনের ইনজুরির আশঙ্কা করা হলেও কেবল বাহ্যিকভাবেই আঘাত পেয়েছেন তিনি।
 
জাহিদুল এক বিজ্ঞপ্তিতে বলেন, 'অনুশীলনের সময় একটি বল মুস্তাফিজের মাথার পেছনের অংশে এসে লাগে। ফলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়। রক্তপাত বন্ধ করতে দ্রুত ব্যান্ডেজ করা হয়। এরপর নেয়া হয় ইম্পেরিয়াল হাসপাতালে। সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট। তার অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি, অভ্যন্তরীণ রক্তপাতও হচ্ছে না। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে।'


সর্বশেষ সংবাদ