বিশ্বকাপে নেই তামিম, বিসিবি থেকে নাফিস ইকবালকে অব্যাহতি

নাফিস ইকবাল খান
নাফিস ইকবাল খান  © সংগৃহীত

বিশ্বকাপ দলে জায়গা হয়নি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সেই ধারাবাহিকতায় এবার তার বড় ভাই নাফিস ইকবালকেও বোর্ডের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে বিসিবি। বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে স্টেডিয়াম থেকে বের হয়ে যান নাফিস। তবে প্রথমে ধারণা করা হয়েছিল তামিমকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার পায়তারা চলছে এমন ক্ষেভে তিনি ড্রেসিং রুম ছেড়ে যান। 

কিন্তু বাস্তব ঘটনা ভিন্ন। অভিযোগ আছে, পদত্যাগ নয়, বাংলাদেশ আর নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন নাফিস ইকবালকে ড্রেসিংরুম ছাড়ার কথা বলা হয়। আর তাই জাতীয় দলের এ সাবেক ওপেনার মাঠ ত্যাগ করেন।

আরও পড়ুন: ম্যাচ-সিরিজ দুটিই হারল টাইগাররা

তাকে সত্যিই ড্রেসিংরুম ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কিনা, নাফিস ইকবাল সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তার পদত্যাগ করেছেন এ খবর সত্য নয়।

তার মানে তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালকে দায়িত্বচ্যুত করেছে বিসিবি। তবে কেন কী কারণে তাকে সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে বিসিবি থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ