আনচেলত্তিই হচ্ছেন ব্রাজিলের কোচ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:০১ AM , আপডেট: ১৯ জুন ২০২৩, ১০:১৯ AM

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে অস্থায়ী কোচ র্যামন মেনেজেসের অধীনে প্রীতি ম্যাচ খেলতে পর্তুগালে রয়েছে। নেইমারদের পরবর্তী কোচ হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রথম পছন্দ ছিল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এবার কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের (সিবিএ) প্রেসিডেন্ট এডনাল্ড রদ্রিগুয়েজ সংবাদ মাধ্যম রেড গ্লোবো’কে নিশ্চিত করে বলেছে ব্রাজিল জাতীয় দলের পরবর্তী ফুল টাইম কোচ হিসেবে দায়িত্ব নেবেন কার্লো আনচেলত্তি।
ক্রীড়াভিত্তিক গণমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন থেকে জানা যায়, সিবিএফ সভাপতি নিশ্চিত করেছেন যে আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ। ২০২৪ সালে সেলেসাওদের দায়িত্ব নেবেন তিনি। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি শেষ আগামী মৌসুমের ১ জুন। এরপরই চুক্তির ঘোষণা দিতে চান সিবিএ-এর প্রেসিডেন্ট।
গিনির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর আনচেলত্তিকে নিয়ে কথা বলেন ব্রাজিলের অন্তরবর্তীকালীন কোচ র্যামন মেনেজেসও। একই সঙ্গে ব্রাজিলের শীর্ষ গণমাধ্যমগুলোও নিশ্চিত করেছে। আগামী বছর কোপা আমেরিকা আছে। তার এক মাস আগে দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচই ব্রাজিলে কনফেডারেশনের এক, দুই ও তিন নম্বর পছন্দ বলে সংবাদ মাধ্যম দাবি করেছে।
জানা যায়, কোচ নিয়োগ নিয়ে চলতি মাসের শেষদিকে বিবৃতি দিতে পারে সিবিএফ। স্থায়ী কোচ হিসেবে সিবিএফ কাকে আনছে, লক্ষ্য কি সেগুলোই তুলে ধরা হবে সেই বিবৃতিতে। রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি থাকায় আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া সম্ভব নয় সিবিএফের পক্ষে।
আরও পড়ুন: একজন কোলে তুললেন, আরেকজন রোনালদোকে পেয়ে কাঁদলেন
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতে ব্রাজিলের ডাগআউটে দেখা যেতে পারে অন্যতম সফল এবং সেরা এই কোচকে। সিবিএফ আশাবাদী, ২০২৪ এর জানুয়ারীতেই আনচেলত্তিকে নিজেদের কোচ হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিতে পারবে তারা।