মেসির গোল নিয়ে ফরাসি বিতর্কের জবাবে যা বললেন রেফারি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ১২:১৩ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২, ১২:১৩ PM
কাতার বিশ্বকাপের ফাইনালে জিতে ইতিহাস গড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়েছে। তবে নানা বিষয় নিয়ে আলোচনা চলছেই। এরমধ্যে মেসির ফাইনালে করা এক গোলকে বিতর্কিত করার চেষ্টা করছেন ফরাসিরা।
সে বিষয়ে এবার জবাব দিলেন ফাইনাল ম্যাচের রেফারি সাইমন মার্চিনিয়াক। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে গোলের ভিডিও দেখালেন মার্চিনিয়াক। আর্জেন্টিনা ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর সমতাসূচক গোলটি করছিলেন তিনি। পোলিশ রেফারি বলেন, ফরাসিরা ছবিটির কথা উল্লেখ করেননি। এমবাপ্পে গোল করার সময় ফ্রান্সের সাত খেলোয়াড় মাঠে ছিল।
আরো পড়ুন: আর্জেন্টিনাকে পুনরায় ফাইনাল খেলার আহবান ফ্রান্স সমর্থকদের
লুসাইল স্টেডিয়ামে গত রোববার ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ৯০ মিনিট ২-২ গোলে শেষ হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৮ মিনিটের সময় গোল করেছিলেন মেসি। সে গোলকে বাতিল করা হবে না কেন, তা নিয়ে ফরাসি গণমাধ্যম এল-ইকুইপ প্রতিবেদন করেছিল। যুক্তি দেখিয়েছিল, গোল হওয়ার সময় আর্জেন্টাইন বদলি খেলোয়াড়রা মাঠে ঢুকে পড়েছিলেন। এর জবাবে এমন কথা বলেছেন রেফারি।
এমিলিয়ানো মার্তিনেজ ইস্যুতেও আলোচনা চলছে। এমবাপ্পেকে নিয়ে ড্রেসিংরুমে ট্রল করেছিলেন তিনি। এরপর বুয়েনস এইরেসে এমবাপ্পের পুতুল হাতে নিয়ে মার্তিনেজের উদযাপনের দৃশ্য ভাইরাল হয়। এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।