কক্সবাজার-মহেশখালী নৌরুটে বাণিজ্যিকভাবে সী-ট্রাক চালু
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM

কক্সবাজার-মহেশখালী নৌরুটে বাণিজ্যিকভাবে বহুল প্রতিক্ষীত সী-ট্রাকের যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে সী-ট্রাকের উদ্বোধন করেন।
দীর্ঘ ৯ কিলোমিটার এই নৌপথে সী-ট্রাক চালু হওয়ায় মহেশখালীর প্রায় চার লাখ বাসিন্দা এবং মহেশখালীতে ঘুরতে আসা পর্যটকদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ব্যক্তিবর্গরা। বর্ষাকালসহ বছরের অন্যান্য সময়েও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত হওয়ায় দ্বীপটিতে পর্যটকদের আগমনও বাড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর সকাল ১১টা ২৫ মিনিটে সী-ট্রাকটি কক্সবাজার থেকে যাত্রা শুরু করে এবং দুপুর ১২টায় মহেশখালী জেটিঘাটে পৌঁছায়। সেখানে বিপুলসংখ্যক মানুষ সি-ট্রাক দেখতে ভিড় করেন। সকলের চোখে মুখে ফুটে উঠছিল উচ্ছ্বাস আনন্দ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন ছাত্রজনতা এবং বিশিষ্ট বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান।
বিআইডব্লিউটিএ প্রস্তাবিত সী-ট্রাকের ভাড়া বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাট থেকে মহেশখালী যেতে যাত্রীপ্রতি ৩৫ টাকা এবং নুনিয়ারছড়া ঘাট থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঘাট টোল বাবদ একবার ৫ টাকা অতিরিক্ত দিতে হবে। প্রতিদিন তিনবার করে চলাচল করবে ২৫০ যাত্রী ধারণক্ষমতার সী-ট্রাকটি। কক্সবাজার থেকে সকাল সাড়ে ৮টা, দুপুর ১২টা ও সন্ধ্যা ৬টায় সী-ট্রাক ছাড়বে। আর মহেশখালী থেকে ছেড়ে আসবে সকাল সাড়ে ৭টা, বেলা ১১টা ও বিকেল ৫টায়।
এই সী-ট্রাক চালুর মাধ্যমে সারা বছর ধরে ঝুঁকিহীন ও নিরাপদ যাতায়াত সুবিধা পেল মহেশখালীবাসী ও পর্যটকরা।