ঐতিহাসিক জয়ের পর সেজদায় লুটিয়ে পড়লো মরক্কোর ফুটবলাররা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:৪৭ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ AM
পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে মাঠের ভেতরেই একযোগে সেজদায় লুটিয়ে পড়েন মরক্কোর সকল ফুটবলাররা। এমন জয়ের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন মরক্কোর ফুটবলাররা। চলতি বিশ্বকাপে প্রত্যেক ম্যাচে জয়ের পরই তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে সেজদায় লুটিয়ে পড়ে।
বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে নাম তুলে ইতিহাস গড়েছে। শুধু তাই নয় ফুটবল বিশ্বকাপের শেষ চারে ওঠা প্রথম আরব দেশ মরক্কো। এর আগে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে আগেই ইতিহাস গড়েছিল মরক্কো।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাঠে নেমে প্রতিপক্ষ দলের কোনো ফুটবলার মরক্কোর জালে বল জড়াতে পারেননি। একমাত্র যে গোলটি তারা হজম করেছে, সেটিও হয়েছিল আত্মঘাতী। এমনকি এখন পর্যন্ত কোন দলই তাদের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি।
মরক্কোর বিশ্বকাপে অভিষেক হয় ১৯৭০ সালে। আফ্রিকার প্রথম দেশ হিসেবে ১৯৮৬ আসরে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করেছিল তারা। আফ্রিকার চতুর্থ দল হিসেবে এবারের বিশ্বকাপে শেষ আটে খেলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল মরক্কো।
আফ্রিকান এটলাস লায়ন্সদের এমন ঈর্ষণীয় পারফরম্যান্স যেন সবাইকে তাক লাগিয়ে দেবে। দেশটির এমন পারফরম্যান্সে মুগ্ধ গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের এমন পারফরম্যান্স আফ্রিকান দলগুলোকে নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করবে।
আরও পড়ুন: প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কো
শেষ ষোলোয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারায় আশরাফ হাকিমিরা। ম্যাচের ৮২ মিনিটে আবারও দারুণ সুযোগ পায় পর্তুগাল। রোনালদোর পাসে দারুণ শট নিয়েছিলেন ব্রুনো ফের্নান্দেজ। ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন মরোক্কান গোলকিপার ইয়াসিন বুনো।
একের পর এক আক্রমণ করেও শেষ পর্য কোনও গোল পাননি রোনালদো, ফের্নান্দেজরা। এবার তারা বিদায় ঘণ্টা বাজাল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের।