নিশাম-সেইফার্ট ঝড়ে পাকিস্তানের লজ্জার রেকর্ড

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ   © সংগৃহীত

টিম সেইফার্টের বিধ্বংসী ব্যাটিং এবং জেমি নিশামের ফাইফারে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এর আগে, ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের ৯১ রান ৫৯ বল হাতে রেখেই টপকে গিয়েছিল কিউইরা। সেটি ছিল এই সংস্করণে অব্যবহৃত বলের হিসেবে পাকিস্তানের সবচেয়ে বড় হার। এবার ভেঙে গেল সেই রেকর্ড। এবার ৬০ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা!

বুধবার (২৬ মার্চ) টস হেরে ব্যাটিংয়ে নেমে নিশামের আগুনে বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে ১২৮ রানের মামুলি সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে সেইফার্টের ৩৮ বলে অপরাজিত ৯৭ রানে ভর করে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কিউইরা। 

এর মধ্যে পাকিস্তানি পেসার জাহানদাদ খানের প্রথম ওভারেই ১৮ রান নিয়েছেন সেইফার্ট। আরেক ওপেনার ফিন অ্যালেন মোহাম্মদ আলির দ্বিতীয় ওভারে ১৪ রান নেন। 

ষষ্ঠ ওভারে জাহানদাদ যখন আবারো বোলিংয়ে ফেরেন, সেইফার্ট তখন আরো বেশি আগ্রাসী হয়ে উঠেন। এই ওভারে সেইফার্ট তিনটি ওভার বাউন্ডারিসহ ২৫ রান নেন।
 
সেইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ের মধ্যে ৬টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারি ছিল। অ্যালেন ১২ বলে ৫টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সহায়তায় করেন ২৭ রান। দলীয় ৯৩ রানে সপ্তম ওভারে ফিন প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। 

এরপর উইকেটে এসে থিতু হতে পারেননি মার্ক চ্যাপম্যান। তিন রানে স্ট্যাম্পড হয়ে তিনি উল্টো পথ ধরেন। কিন্তু এরপরও ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিতে সেইফার্টের খুব একটা বেগ পেতে হয়নি। 

ব্যাটিং বিপর্যয় কার্যত এই সিরিজে সবচেয়ে বড় ব্যর্থতা ছিল পাকিস্তানের। আজকের ম্যাচেও একমাত্র সালমান ও সাদাব খান ছাড়া কোন ব্যাটারই নিজেদের মেলে ধরতে পারেনি। ৫২ রানে ৫ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ৫৪ রান যোগ করে এই জুটি। 

সাদাব ২০ বলে ৪টি বাউন্ডারিসহ ২৮ রান ও ৩৯ বলে সালমানের ব্যাট থেকে এসেছে ৫১। দুজনই পেসার জিমি নিশামের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন। চার ওভারে নিশাম ২২ রান খরচায় ৫ উইকেট নেন। টি-টোয়েন্টিতে এটাই নিশামের প্রথম ৫ উইকেট প্রাপ্তি। এ ছাড়া জ্যাকব ডাফি ১৮ রানে ২ উইকেট নেন। 

আগামী শনিবার (২৯ মার্চ) থেকে নেপিয়ারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল।


সর্বশেষ সংবাদ