চলতি মাসেই শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে যাবে: গণশিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের ৮৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে বই দেওয়া হয়েছে। চলতি মাসেই শতভাগ বিদ্যালয়ে বই পৌঁছে যাবে। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন সাংবাদিকদের এ তথ্য জানান গণশিক্ষা উপদেষ্টা। 

এ সময় তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাইমারির বইগুলো পেয়ে যাব।

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জেলা প্রশাসকরা যুক্ত রয়েছেন। ডিসিরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন, যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ যেন সঠিকভাবে হয়, সে বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাবিতে চূড়ান্ত আবেদনে দ্বিতীয় সিলেকশনের সর্বনিম্ন জিপিএ কত?

বেসরকারি যেসব প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধন নেই, তার দ্রুত নিবন্ধনের উদ্যোগ নেওয়ার জন্যও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

এ সময় প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের আন্দোলনে বিষয় জানতে চাওয়া হলে গণশিক্ষা উপদেষ্টা জানান, সুপারিশপ্রাপ্তদের প্রতি তার সহমর্মিতা আছে, তবে বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এ বিষয়ে মন্তব্য সম্ভব নয়।


সর্বশেষ সংবাদ