প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য জাপানের মেক্সট বৃত্তি
- শাহাদাত বিপ্লব
- প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৩:৫৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২২, ০৪:০৩ PM
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য বৃত্তি দিবে জাপান সরকার। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন চলমান রয়েছে।
‘মেক্সট ২০২২ টিচার্স ট্রেইনিং স্টুডেন্টস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিতদের পড়াশোনার কোনো ধরনের খরচ লাগবে না। টিউশন ফি, মাসিক উপবৃত্তি, ভ্রমণ খরচ ও গবেষণা ভাতা প্রদান করা হবে। বৃত্তির সময়সীমা দেড় বছর।
পড়ুন মার্কিন যুক্তরাষ্ট্রে ১ বছরের ফেলোশিপ, আবেদন শেষ ১ মে
আবেদনকারীদের প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলে ন্যূনতম ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া জাপানি সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে।
জাপানের মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স এন্ড টেকনোলজি (মেক্সট) এ স্কলারশিপের অর্থায়ন কর থাকে। এজন্যই এটি মেক্সট বৃত্তি নামে পরিচিত। জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে স্কুল শিক্ষার উপর গবেষণা পরিচালনা করতে চান এমন শিক্ষকদের জন্যই এ স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।
জাপানে উচ্চশিক্ষার জন্য অন্যতম সেরা একটি বৃত্তি হলো ‘মেক্সট স্কলারশিপ’। বিশ্বের প্রায় ১৬০টির মতো দেশ থেকে ছাত্রদের জন্য এ বৃত্তি দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা আর সবচেয়ে সম্মানিত হল ১৯৫৪ সাল থেকে দিয়ে আসা এই বৃত্তিটি।
আরও পড়ুন স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন সুইজারল্যান্ডে
সুযোগ-সুবিধাসমূহ:
* প্রশিক্ষণ প্রোগ্রামের সকল একাডেমিক খরচ বহন করবে জাপান সরকার।
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১ লক্ষ ৪৩ হাজার ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
* ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
* গবেষণা ভাতা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* ১৯৮৭ সালের ২ এপ্রিলের পর জন্মগ্রহণকারীরা আবেদনের যোগ্য।
* আবেদনকারীদের প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলে ন্যূনতম ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
* বর্তমানেও প্রাথমিক কিংবা মাধ্যমিক স্কুলে কর্মরত রয়েছেন এমন।
* জাপানি সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে।
* প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসার ইচ্ছা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন পদ্ধতি জানতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।