মার্কিন যুক্তরাষ্ট্রে ১ বছরের ফেলোশিপ, আবেদন শেষ ১ মে

আটলান্টিক ফেলোস ফর হেলথ ইক্যুইটি
আটলান্টিক ফেলোস ফর হেলথ ইক্যুইটি  © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে এক বছরের ফেলোশিপ দিচ্ছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মিলকেন ইনস্টিটিউট স্কুল অফ পাবলিক হেলথ। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ মে পর্যন্ত আবেদন করা যাবে।

পড়ুন গ্লোবাল পিস সামিটে অংশগ্রহণের সুযোগ, আবেদন শেষ ২৫ এপ্রিল

‘আটলান্টিক ফেলোস ফর হেলথ ইক্যুইটি’ প্রোগ্রামের আওতায় ফেলোশিপে অংশগ্রহণের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক বছরের এ ফেলোশিপে অংশগ্রহণ করতে পারবেন।

এ ফেলোশিপ প্রোগ্রামটি শিল্প, আইন, ব্যবসা, একাডেমিয়া, সরকার, সাংবাদিকতা, সামাজিক উদ্যোগ, গবেষণা, মিডিয়া , আবাসন এবং স্বাস্থ্যসেবা বিতরণ বিষয়ে ফোকাস করবে। স্বাস্থ্য বৈষম্য দূরীকরণে বিশ্বব্যাপী নেতৃত্ব দক্ষতাকে গুরুত্ব দেয়া হবে।

হল ওয়াশিংটন, ডিসিতে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হেলথ ওয়ার্কফোর্স ইনস্টিটিউট ভিত্তিক এক বছরের গ্লোবাল ফেলোশিপ প্রোগ্রাম। ফেলোদের অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত একটি ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এ প্রোগ্রামটি প্রতি বছর ১০ জন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১০ জন আন্তর্জাতিক ফেলো নির্বাচন করবে।

আরও পড়ুন স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইবনে সিনা

সুযোগ সুবিধাসমূহ:

* ফেলোশিপে অংশগ্রহণের সকল ভ্রমণ খরচ বহন করা হবে।
* এছাড়া ফেলোশিপে অংশগ্রহণের সাথে সম্পর্কিত সকল খরচ বহন করা হবে।

আবেদনের যোগ্যতা:

* ইংরেজি ভালো দক্ষতা থাকতে হবে।
* স্বাস্থ্য বৈষম্য দূরীকরণে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চান এমন শিক্ষার্থী।
* বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত কাজে নিয়োজিত আছেন।
* বর্তমানে নেতৃত্বে আছেন বা নেতৃত্বের সম্ভাবনা রয়েছে এমন একটি অবস্থানে আছেন।

আবেদন পদ্ধতি:

অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ