রাজধানীর পল্লবীতে গোলাগুলি

পল্লবী থানা
পল্লবী থানা  © ফাইল ফটো

রাজধানীর পল্লবীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘাত এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাউনিয়াবাদ ই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভাষানটেকের ইব্রাহিম ও মামুন বাহিনীর সদস্য পরিচয়দাতা বুক পোড়া সুজন, মাদক ব্যবসায়ী পাতা সোহেল, হোসেন, বাবলু ও তার ভাগিনাসহ অজ্ঞাত আরো ৮ জন এই হামলার সঙ্গে যুক্ত।

তাদের অভিযোগ, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিশেষ করে আধিপত্যের লড়াই নিয়ে পল্লবীতে গোলাগুলির ঘটনা ঘটছে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় পল্লবীবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘পারিবারিক দ্বন্দ্ব থেকে এই সংঘাতের সৃষ্টি হয়। সংঘাতে আধিপত্য বিস্তার করতে একটি গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও ইটের আঘাতে একজনের মাথা ফেটে গেছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ