যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ গ্রেপ্তার
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১১:০১ PM

ফেনীর ফুলগাজীতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩৩৩ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন ফুলগাজী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ওরফে সবুজ (৩১) এবং আক্কাস উদ্দিন ওরফে আকাশ (৩৩)। তাঁরা দুজনেই উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল ভোররাতে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও আক্কাস উদ্দিনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফুলগাজী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আবুল কালাম বলেন, শহীদুল ইসলাম ওরফে সবুজকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিন বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ত নন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া, শহীদুল ইসলামের বিরুদ্ধে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।