বিনামূল্যে ডক্টরাল করুন জার্মানিতে, মাসে থাকছে ১ লাখ টাকা

বিনামূল্যে ডক্টরাল করুন জার্মানিতে
বিনামূল্যে ডক্টরাল করুন জার্মানিতে  © সংগৃহীত

বর্তমানে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রসঙ্গ উঠলেই ইউরোপের দেশগুলোর মধ্যে শিক্ষার্থীদের পছন্দের বিবেচনায় এগিয়ে থাকে জার্মানি। উন্নত এবং বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, বিশ্ব মানের শিক্ষাব্যবস্থা, সময়োপযোগী বিষয়, ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে কেবল বাংলাদেশ নয়; পৃথিবীব্যাপী শিক্ষার্থীদের কাছেই কাঙ্ক্ষিত গন্তব্য জার্মানি। এর মূল কারণ হচ্ছে জার্মানির  বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য রয়েছে না ধরনের নজরকাড়া সব স্কলারশিপ। 

তেমনিই একটি স্কলারশিপ হচ্ছে ‘ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং“ স্কলারশিপ। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবে এই স্কলারশিপের আওতায়। বাংলাদেশ সহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের জন্য যেকোন সময় আবেদন জমা দেওয়া যায়।

তবে ওয়েবসাইটে নির্দিষ্ট সময়রেখাও দেওয়া আছে। বিস্তারিত জানতে ক্লিক করুন

১৯৭১ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং স্কলারশিপ প্রদান করা শুরু করে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির সদর দপ্তর জার্মানির বন ও বার্লিনে।

বিনামূল্যে জার্মানিতে পড়াশোনা ও চাকরি | পড়াশোনা ও ক্যারিয়ার | Provat  Feri | Popular Bangla Online News Paper in Australia

সুযোগ-সুবিধা 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে । 
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১২০০ ইউরো (বাংলাদেশী টাকায় ১ লক্ষ ৪২ হাজার ৬৯১ টাকা)  প্রদান করবে। 
* স্বাস্থ্যবিমা প্রদান করবে। 
* বিনামূল্য বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ। 
* মেডিকেল ব্যতীত অন্য সকল বিষয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

আরও পড়ুন: স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে, সঙ্গে প্রায় ৭ লাখ টাকা

যোগ্যতাসমূহ
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* জার্মান ভাষায় দক্ষ হতে হবে। 
* এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত–পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে। 

আবেদন প্রক্রিয়া
অনলাইনের আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ